সময় যত এগোচ্ছে ততই বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ডানা (Cyclone Dana)। ওড়িশার আবহাওয়া দফতর থেকে সাম্প্রতিকতম রিপোর্ট অনুযায়ী বর্তমানে বাংলার সাগরদ্বীপ থেকে ২৫০ কিলোমিটার দূরে অবস্থান করছে এই ঘূর্ণিঝড়। তবে ওড়িশাতে আরও কাছে এসে গিয়েছে ডানা। জানা যাচ্ছে পারাদ্বীপ থেকে ২৫০ কিলোমিটার দূরে। ধামরা থেকে ১৮০ কিলোমিটার দূরে অবস্থান করছে এই ঘূর্ণিঝড়। গত ৬ ঘন্টায় ১০ কিলোমিটার প্রতিঘন্টায় গতিবেগ বাড়িয়ে এগিয়ে যাচ্ছে ডানা। স্থলভাগে আছড়ে পড়ার পর ঝড়ের গতিবেগ থাকতে পারে ১০০ থেকে ১১০ কিলোমিটার প্রতিঘন্টা থেকে শুরু করে ১২০ কিলোমিটার প্রতিঘন্টা।
আবহাওয়া দফতর সূত্রের খবর, বাংলার উপকূলবর্তী এলাকা সহ কলকাতা ও তার পাশ্ববর্তী অঞ্চলগুলিতে রাত যত গড়াবে ততই বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়ার পরিমাণ বেড়ে যাবে। অন্যদিকে ওড়িশাতেও কটক, কেন্দ্রপাড়া, ভদ্রক সহ বিভিন্ন এলাকায় জারি করা হয়েছে লাল সতর্কতা। আগামী কয়েকঘন্টায় এই সব এলাকায় ভারি থেকে অতিভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রযেছে। যার ফলে জল জমারও আশঙ্কা রয়েছে এই এলাকাগুলিতে।
#WATCH| Bhubaneswar, Odisha | On cyclone 'Dana', Director IMD, Manorama Mohanty says, "...It is likely to move north-northwestward and cross north Odisha and West Bengal coast between Puri and Sagar island very close to Bhitarkanika during midnight of today and morning of 25th… pic.twitter.com/dy2KEZtRlX
— ANI (@ANI) October 24, 2024