Advertisement
 
মঙ্গলবার, জানুয়ারী 13, 2026
সর্বশেষ গল্প
1 month ago

Left-Congress Brigade: ২১-র ব্রিগেড দেখল তরুণ প্রজন্মকে

Videos Sarmita Bhattacharjee | Mar 01, 2021 01:21 PM IST
A+
A-

নির্বাচনের আগে বাম-কংগ্রেসের (Left-Congress) ডাকে ব্রিগেড সমাবেশ (Brigade Rally)। অনেকটা লিটমাস টেস্টের মতো। বুদ্ধবার্তা সঙ্গে নিয়েই ময়দানে নামছে বামফ্রন্ট। অন্যদিকে, যৌথ ব্রিগেডে এই প্রথম বক্তব্য রাখেন প্রদেশ সভাপতি অধীর চৌধুরী। পীরজাদা আব্বাস সিদ্দিকিও ভাষণ দেন। বামেদের তরুণ ব্রিগেড ২৮ ফেব্রুয়ারি দখল নিয়েছিল কলকাতার রাস্তা। টেট থেকে মিদ্যার মৃত্যু, ব্রিগেডের মিছিলে উঠে এসেছিল সমস্ত বিষয়, ব্রিগেডের মঞ্চে এসএফআইয়ের সর্বভারতীয় যুগ্ম সম্পাদক দীপ্সিতা ধর ছিলেন সঞ্চালকের ভূমিকায়। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ঐশী ঘোষকে সামনে রেখে মিছিলে হাঁটলেন তরুণেরা। দীপ্সিতা ধর ছাড়াও সঞ্চালক হিসেবে ব্রিগেডের মঞ্চে ছিলেন বাদশা মৈত্র। যৌথ ব্রিগেডে এই প্রথম বক্তব্য রাখেন প্রদেশ সভাপতি অধীর চৌধুরী।

RELATED VIDEOS