প্রতি পাঁচ বছর অন্তর দেশে রাজনৈতিক পরিবর্তনের স্বপ্ন দেখে কংগ্রেস (Congress)। কিন্তু ২০১৪ সালের পর লোকসভা ভোটে কখনই এককভাবে বিজেপির সামনে মাথা তুলে দাঁড়াতে পারেনি হাত শিবির। বরং উল্টে আসন হাতাছাড়া হচ্ছে এবং ভোট শতাংশ কমছে। ২০২৪-এর নির্বাচনে ইন্ডিয়া জোট এনডিএ-র সামনে পরাজিত হলেও ভালো টক্কর দিয়েছিল, তবে কংগ্রেস পড়ে আছে সেই তিমিরেই। বিজেপির বিরুদ্ধে লড়েও তিন অঙ্কের গণ্ডি পেরোতে পারেনি তাঁরা। ৯৯-তে আটকে গিয়েছিল তাঁদের গাড়ি। এবার তাঁদের লক্ষ্য ২০২৯-এর লোকসভা নির্বাচন।

মোদীর পর দেশের প্রধানমন্ত্রী হবেন রাহুল

যদিও এখনও এই নির্বাচনের জন্য বছর চারেক সময় বাকি। তবে এখন থেকেই পরিবর্তনের স্বপ্ন দেখছে কংগ্রেস শিবির। শুক্রবার কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury) বলেন, দেশ নয়, সারা দুনিয়া জানে যেদিন দেশে পরিবর্তন ঘটবে, সেদিন দেশের প্রধানমন্ত্রী হবেন রাহুল গান্ধী। এটা নতুন কথা নয় যে, দেশ তথা গোটা বিশ্ব জানে ভারতের প্রধানমন্ত্রীর বিকল্প হিসেবে যদি কাউকে ভাবা হয়, তাহলে সে রাহুল গান্ধীই আছেন।

অর্ধেক রাস্তা পার করেছেন রাহুল গান্ধী

অধীর আরও বলেন, “উনি এখন লোকসভার প্রধান বিরোধী দলনেতা। আর দলনেতা তাঁরাই হন যাঁরা সকলকে নেতৃত্ব দেন। উনি বিরোধীদের জন্য আদর্শ নেতা। ফলে রাহুল গান্ধী অর্ধেক রাস্তা এমনিতেই পেরিয়ে গিয়েছে। আর বাকি রাস্তা দেশের প্রধানমন্ত্রী হয়ে পূরণ করবেন”।