গাজার আল শিফা হাসপাতালে সামরিক অভিযান শুরু করেছে ইজরায়েল। আল শিফা হাসপাতালে ইজরায়েল যে অভিযান শুরু করে, তার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেয় হামাস। আল শিফায় অভিযানের জন্য  জো বাইডেন দায়ি বলে কটাক্ষ করা হয়।