Benjamin Netanyahu (Photo Credit: X)

দিল্লি, ২৩ মে: গাজ়া (Gaza) দখলের ডাক দিয়েছেন ইজরায়েলের (Israel) প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu)। ইজরায়েলি বাহিনী এবার প্যালেস্তাইনের (Palestine) ভূখণ্ড গাজ়ার দখল নেবে বলে সম্প্রতি ঘোষণা করেন নেতানিয়াহু। যার তীব্র বিরোধিতা করা হয় কানাডা (Canada), ফ্রান্স (France) এবং ব্রিটেনের (UK)  তরফে।  নেতানিয়াহু যদি গাজ়া দখল করতে যায়, তাহলে  কানাডা, ফ্রান্স এবং ব্রিটেন কোনওভাবে ইজরায়েলের পাশে থাকবে না বলে জানানো হয়। ইউরোপের এই ৩ দেশের বক্তব্যের পালটা বিরোধিতা করলেন বেঞ্জামিন নেতানিয়াহু।

ইজরায়েলি প্রধানমন্ত্রী ফ্রান্সের প্রেসিডেন্ট মারকন, কানাডার প্রধানমন্ত্রী কার্নি এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী কেইর স্টারমেরের উদ্দেশে একটি বার্তা দেন। নেতানিয়াহু বলেন, যখন ধর্ষক, খুনি, শিশুদের খুনি, অপহরণকারীরা আপনাদের পাশে থাকে, ধন্যবাদ জানায়, তখন জানবেন, আপনারা ভুল পথে চালিত হচ্ছেন। অর্থাৎ ইজরায়েলের গাজ়া দখলের ডাকের বিরুদ্ধে যখন দাঁড়ায় ফ্রান্স, কানাডা এবং ব্রিটেন, তা নিয়ে নেতানিয়াহুর তোপের মুখে পড়ে ইউরোপের এই ৩ দেশ।

আরও পড়ুন: Israel-Hezbollah War: 'হিজবুল্লা মানব ঢাল হিসাবে ব্যবহার করছে আপনাদের', রক্তে ভেসে যাওয়া লেবাননের উদ্দেশে ভিডিয়ো বার্তা নেতানিয়াহুর

নেতানিয়াহু বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কী করছেন, গাজ়া নিয়ে তাঁর  বক্তব্য কী, ইউরোপের এই ৩ দেশের তা দেখে শেখা উচিত। এরপরই ফ্রান্স, কানাডা এবং ব্রিটেনেরে প্রধানদের উদ্দেশে কড়া বার্তা দেন ইজরায়েলের প্রধানমন্ত্রী।

২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলে হামলা চালায় হামাস (Hamas)। ১৪০০ মানুষকে নির্মমভাবে হত্যা করে প্যালেস্তিনীয় জঙ্গি গোষ্ঠী। ১৪০০ মানুষকে হত্যার পাশাপাশি ২০০-র বেশি জনকে অপহরণ করা হয়। ৭ অক্টোবরের পরদিন থেকেই হামাসের বিরুদ্ধে একটানা অভিযান শুরু করে ইজরায়েল। হামাস নিধনে প্রথমে গাজ়ায় আকাশ পথে হামলা চালায় ইজরায়েল। এরপর আইডিএফ সড়ক পথে ঢুকে খুঁজে খুঁজে হামাসের ঘাঁটি ধ্বংস করে। তারপর থেকেই ইজরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধ শুরু হয়।