
দিল্লি, ৯ জুন: গ্রেটা থানবার্গের (Greta Thunberg's Ship) জাহাজ আটকাল ইজরায়েলি সেনা (Israeli Commandos)। গাজার দিকে যখন গ্রেটা থানবার্গের জাহাজ আসতে শুরু করে, সেই সময় তা আটক করে ইজরায়েলি কমান্ডোদের একটি দল। ফ্রিডম ফ্লোটিলা নামে যে জাহাদজটিতে করে গ্রেটা থাবার্গরা গাজ়ার উদ্দেশে রওনা দেন, সেটিকে আটক করা হয় আইডিএফের তরফে। রিমা হাসান নামে ইউরোপীয়ান পার্লামেন্টের এক সদস্য জানান, ফ্রিডম ফ্লোটিলা আটক করা হয়েছে। মধ্যরাত ২টো নাগাদ ফ্রিডম ফ্লোটিলা (Freedom Flotilla) আন্তর্জাতিক জলসীমায় প্রবেশ করলে, সেটিকে আটক করা হয় বলে জানান রিমা হাসান। আন্তর্জাতিক জলসীমায় ফ্রিডম ফ্লোটিলা প্রবেশ করতেই, সেখানে ইডরায়েলি সেনা বাহিনী হাজির হয়। যার পরপরই ফ্রিডিম ফ্লোটিলায় যাঁরা ছিলেন, তাঁরা হাত উঁচু করে আত্মসমর্পণকরেন, সেই ছবিও উঠে আসে। যদিও ওই সময়ের পর আর ফ্রিডম ফ্লোটিলার ছবি প্রকাশ্যে আসেনি। ফলে ক্রুরা কেমন আছেন,সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
দেখুন ফ্রিডম ফ্লোটিলা আইডিএফের হাতে যাওয়ার পরের ছবি...
The last image of the crew. pic.twitter.com/PkYQSLa3Ri
— Rima Hassan (@RimaHas) June 9, 2025
সুইডেনের জলবায়ুকর্মী গ্রেটা থানবার্গ সম্প্রতি জানান, তাঁরা মানবিক সাহায্যে পূর্ণ জাহাজ নিয়ে গাজ়ার দিকে এগোচ্ছেন। গাজ়ার মানুষের জন্য চাল, গম, ডাল, ওষুধপত্র, স্যানিটারি ন্যাপকিন-সহ জিনিসপত্র নিয়ে এগোতে শুরু করে গ্রেটা-সহ রেড কর্স কর্মীদের জাহাজ। গাজ়ার উদ্দেশে যখন গ্রেটার নৌকা রওনা দেয়, সেই সময়ই বিরোধিতা করেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
ইজরায়েলের প্রধানমন্ত্রী জানান, গ্রেটা থানবার্গের নৌকা আটকানো হবে। যে প্রক্রিয়ায় তাঁরা প্রতিরোধ করতেন, ঠিক সেইভাবেই আটকানো হবে। সেই অনুযায়ী, রবিবার মধ্যরাত ২টো নাগাদ গ্রেটার নৌকা ভূমধ্যসাগরে প্রবেশ করলে, সেটিকে আটকে দেয় ইজরায়েলি কমান্ডোরা।
প্রসঙ্গত গাজ়ামুখী ফ্রিডম ফ্লোটিলাকে আটকের পরপরই শুরু হয়ে তাকে মুক্ত করার প্রচার। কোনওভাবে ফ্রডিম ফ্লোটিলাকে আটকে রাখা যাবে না বলে দাবি জানানো হয় রিমা হাসানের তরফে।