Greta Thunberg, Benjamin Netanyahu (Photo Credit: Wikipedia)

দিল্লি, ৫ জুন: মানবিক সাহায্য নিয়ে গাজ়ার উদ্দেশ যাত্রা শুরু করেছেন গ্রেটা থানবার্গ (Greta Thunberg Sails To Gaza)। মানবিক সাহায্যে ভরা নৌকা নিয়ে গ্রেটা থানবার্গ যখন গাজ়ার (Gaza) উদ্দেশে রওনা দিয়েছেন, তা ঠেকাতে বদ্ধপরিকর ইজরায়েল (Israel)। গ্রেটার নৌকা থামানোর চেষ্টা তাঁরা সবদিক থেকে করবেন বলে জানান বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu) সরকার।

সাহায্যে ভরা নৌকা নিয়ে ভূমধ্যসাগরে নেমেছেন গ্রেটা থানবার্গ এবং তাঁর দল। সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থানবার্গের নৌকা যাতে গাজ়ায় পৌঁছতে না পারে, তার জন্য সব ধরনের চেষ্টা করা হবে বলে জানানো হয় ইজরায়েলের তরফে। জলবায়ু কর্মী গ্রেটার নৌকা আটকাতে কোন ধরনের পদক্ষেপ নেতানিয়াহু সরকার করবে, তা অবশ্য তারা খোলসা করেনি। তবে বিগত বছরগুলি থেকে যে অভিজ্ঞতা তাঁরা অর্জুন করেছেন, তা থেকেই সুইডিশ জলবায়ুকর্মীর নৌকা ভূমধ্যসাগরে আটকানো হবে বলে ডানানো হয় ইজরায়েলের তরফে।

আরও পড়ুন: At least 27 Palestinians Killed In Rafah: রক্তাক্ত রাফা; হামাসের আঘাতে নিহত ৩ ইজরায়েলি সেনা, পালটা হামলা আইডিএফের, নিহত ২৭ প্যালেস্তিনীয়

প্রসঙ্গত গ্রেটা যে নৌকা নিয়ে যাত্রা শুরু করেছেন গাজ়ার দিকে, সেখানে রয়েছে দুধ, প্রোটিন বার, শিশুর ফর্মুলা দুধ, ডায়াপার,  স্যানিটারি ন্যাপকিন, ময়দা, চাল, জলের ফিল্টার। সেই সঙ্গে চিকিৎসার বিভিন্ন সরঞ্জাম এবং ওষুধপত্রও রয়েছে বলে খবর।

কী বলছেন গ্রেটা থানবার্গ দেখুন...

 

গ্রেটা থানবার্গের দলে আপাতত রয়েছেন ১২ জন। তাঁরা প্রত্যেকে আন্তর্জাতিক ক্ষেত্রে কর্মরত বলে খবর। আন্তর্জাতিক কর্মীদের সঙ্গে রয়েছেন 'গেম অফ থ্রোনস'-এর অভিনেতা লিয়াম কানিংহাম। ইজরায়েলের সমস্ত প্রতিরোধের মুখে পড়ে কীভাবে গাজ়ার মানুষের কাছে পৌঁছনো যায়, সেই পরিকল্পনাই থানবার্গের দল আপাতত করছে বলে খবর।

এগিয়ে চলেছে গ্রেটা থানবার্গের নৌকা...

 

জানা যাচ্ছে, গ্রেটার দলে যাঁরা রয়েছে, তাঁরা ফ্রান্স, জার্মানি, ব্রাজ়িল, নেদারল্যান্ড, স্পেন এবনং তুর্কীর। ফলে আন্তর্জাতিক এই দলটিকে নেতানিয়হু কীভাবে ভূমধ্যসাগরে আটকান, সেদিকেই আপাতত গোটা বিশ্ব তাকিয়ে।