হামাসের শীর্ষ নেতা সিনওয়ার (ছবিঃX)

নয়াদিল্লিঃ কোথায় লুকিয়ে হামাস নেতারা? তল্লাশি অভিযানে নেমেছে ইজরায়েল। খুঁজে খুঁজে একের পর এক হামাস নেতাকে খতম করছে ইজরায়েল সেনা (The Israeli Military)। এবার হামাসের শীর্ষ নেতা মহম্মদ সিনওয়ারকে (Hamas Chief Muhammad Sinwar)খতম করার দাবি জানাল ইজরায়েল ডিফেন্স ফোর্স। এক্স্য হ্যান্ডেলে ইজরায়েল ডিফেন্স ফোর্সের তরফে জানানো হয়, গত ১৩ মে ইজরায়েলের এয়ারস্ট্রাইকে নিকেশ করা হয়েছে হামাসের বর্তমান প্রধান মহম্মদ সিনওয়ার।

হামাস নিধনে ব্যস্ত ইজরায়েলি সেনা, এয়ার স্ট্রাইকে খতম হামাস প্রধান

সূত্রের খবর, দক্ষিণ গাজার খান ইউনুসের একটি হাসপাতালে নীচে সুরঙ্গতে লুকিয়ে ছিল সিনওয়ার। শুধু তাই নয়, এই অভিযানে মৃত্যু হয়েছে হামাসের রাফা ব্রিগ্রেডের কম্যান্ডার মহম্মদ সাবানা ও দক্ষিণ খান ইউনূস ব্যাটেলিয়নের কম্যান্ডার মাহদি কোয়ারের, এনটাই দাবি করা হয়েছে ইজরায়েলের তরফে। উল্লেখ্য, মহম্মদ সিনওয়ার প্রাক্তন হামাস প্রধান ইব্রাহিম হাসান সিনওয়ারের ভাই। গত বছর, অর্থাৎ ২০২৪ সালে ইজরায়েলের আক্রমণে মৃত্যু হয় দাদা ইব্রাহিমের। তাঁর মৃত্যুর পরই হামাসের দায়িত্ব ওঠে সিনওয়ারের কাঁধে।

 সুরঙ্গে তল্লাশি অভিযান ইজরায়েলি সেনার, খতম হামাসের শীর্ষ নেতা সিনওয়ার