Gaza (Photo Credit: X)

Gaza War: অবশেষে থামতে চলেছে গাজার যুদ্ধ। দোহায় ইজরায়েল ও হামাসের মধ্যে শীর্ষ কর্তপক্ষের মধ্যে যুদ্ধ বন্ধের পাকাপাকি কথা একেবারে শেষ ধাপে চলে গিয়েছে। ইজরায়েলের দাবি, যুদ্ধ পুরোপুরি বন্ধের শর্তে সব পণবন্দিদের ছেড়ে দেবে হামাস। সেই সঙ্গে হামাস আর অস্ত্রের ব্যবহার করবে না, আগামী দিনে ইজরায়েলের ওপর আক্রমণ করবে না। এই সবই গাজায় যুদ্ধ বন্ধের চুক্তিতে লেখা থাকবে, এবং তাতে সই করবে হামাস। যুদ্ধ বন্ধের চুক্তিতে ইজরায়েলও তাদের জেলে বন্দি সব প্যালেস্টাইনিদের মুক্তি দেবে বলে শোনা যাচ্ছে। জোর জল্পনা, আর ১২ দিন পর গাজায় ইজরায়েলের আক্রমণের ৬০০তম দিনে যুদ্ধ পাকাপাকিভাবে বন্ধ হচ্ছে। জোর জল্পনা, ভারত-পাকিস্তান সংঘর্ষ বিরতির পুরো কৃতিত্ব নেওয়া পর এবার গাজায় বেঞ্জামিন নেতানিয়াহু-র দেশের যুদ্ধ বন্ধের সব বাহবাও ট্রাম্প নেবেন।

গাজা এখন পুরোপুরি ধ্বংসস্তুপ আর শ্মশানে পরিণত

ইজরায়েলের আক্রমণে অবশ্য গাজায় আর তেমন কিছুই মাথা তুলে দাঁড়িয়ে নেই। শনিবার রাতে ইজরায়েলের বায়ুসেনার হামলায় গাজায় টিকে থাকা শেষ হাসপাতালটিও ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। গাজায় সাধারণ মানুষের অনাহার সমস্য়া নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও উদ্বেগপ্রকাশ করেছেন। ইজরায়েলের আক্রমণে শুধু গাজাতেই শুধু ৫০ হাজারের বেশী মারা গিয়েছেন। মৃতদের মধ্যে অন্তত ২৫-৩০ হাজার মহিলা ও শিশু, নাবালক, নাবালিকা রয়েছে।

গাজায় অবশেষে থামতে পারে যুদ্ধ

গাজার দখল কে নেবে?

ইজরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ বন্ধের পর কী হতে চলেছে তা নিয়ে জোর জল্পনা। গাজা থেকে সেখানকার মানুষদের তাড়িয়ে আধুনিক হোটেল, মল তৈরি করে নতুন করে সাজাতে চেয়েছিলেন ট্রাম্প। তবে চাপে পড়ে সেই দাবি থেকে সরে আসেন মার্কিন প্রেসিডেন্ট। এখন আবার ট্রাম্প বলছেন, গাজা, রাফায় বসবসাকারী প্যালেস্টাইনবাসীদের লিবিয়া পাঠিয়ে দেওয়া হবে। অন্যদিকে, গাজার দখল চায় ইজরায়েলও। সব মিলিয়ে যুদ্ধের পর 'গাজা তুমি কার'এই প্রশ্নটাই আসল হতে চলেছে।

কীভাবে শুরু হয়েছিল ইজরায়েল-হামাস যুদ্ধ

৭ অক্টোবর, ২০২৩। সীমান্ত টপকে হাজারে হাজারে হামাস জঙ্গিরা ইজরায়েলে ঢুকে পড়ে বহু সাধারণ মানুষকে খুন, এলোপাথাড়িতে গুলিতে জখম করে। এরপর ইজরায়েল থেকে ২৫১ জনকে পাশবিক কায়দায় সীমান্ত টপকে গাজায় নেমে আসে হামাস। ঠিক তারপরই হামাসের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করে গাজায় আক্রমণ শুরু করে ইজরায়েল। সেই ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে যুদ্ধের শুরু। এরপর কখনও আকাশপথে, কখনও সেনা পাঠিয়ে গাজাকে পুরো ধূলিসাৎ করে দেয় ইজরায়েল।