Close
Advertisement
 
রবিবার, নভেম্বর 17, 2024
সর্বশেষ গল্প
3 minutes ago

Dilip Ghosh | WB Assembly Election 2021: মুখ্যমন্ত্রী পদপ্রার্থী? নির্বাচনে প্রার্থী হচ্ছেন না দিলীপ ঘোষ

Videos Sarmita Bhattacharjee | Mar 18, 2021 02:58 PM IST
A+
A-

বিধানসভা নির্বাচনে তিনি প্রার্থী হচ্ছেন না বলে জানিয়ে দিলেন বিজেপি (BJP) রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। পরিবর্তে, তিনি রাজ্যে বিজেপির নির্বাচনী প্রচারের তদারকি করবেন। সংবাদ সংস্থা এএনআই-কে তিনি জানান যে দল সিদ্ধান্ত নিয়েছে রাজ্যে নির্বাচনী প্রচার রাজ্য সভাপতির তত্ত্বাবধানে হবে। দিল্লিতে বিজেপির নির্বাচনী কমিটির বৈঠক সেরে বৃহস্পতিবার সকালে কলকাতায় ফিরলেন রাজ্য বিজেপির নেতৃত্ব। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, মুকুল রায়, রাহুল সিনহা, রাজীব বন্দ্যোপাধ্যায় সহ সকলেই কলকাতায় ফেরেন। কলকাতা বিমানবন্দরে দিলীপ ঘোষ বলেন, আজকের মধ্যেই সম্পূর্ণ প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে। রবিবার, তৃতীয় ও চতুর্থ দফার জন্য প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। তৃতীয় দফার ২৭টি আসনের ও চতুর্থ দফার ৩৬টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। প্রার্থী তালিকায় রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। এছাড়াও রয়েছেন ৩ সাংসদ। সাংসদ নিশীথ প্রামাণিক ও লকেট চট্টোপাধ্যায় বিধানসভা নির্বাচনে লড়বেন। এছাড়াও রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত (Swapan Dasgupta) লড়বেন বিধানসভা ভোটে।

RELATED VIDEOS