
"বিকশিত ভারত"-এর লক্ষ্যে আরও একধাপ এগিয়ে গিয়েছে ভারত। বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে ভারত। পিছিয়ে পড়েছে জাপান। ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে উন্নীত হতেই সন্তোষ ব্যক্ত করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তাঁর কথায়, ঐক্যবদ্ধ থাকলে ভারতকে কেউ থামাতে পারবে না।
সোমবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেছেন, "যখন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হন, তখন ভারত ছিল নবম বৃহত্তম অর্থনীতি। গত ১১ বছরে, মোদী সরকার এত কাজ করেছে যে, ভারত বিশ্বের সামনে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। ভারত চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে এবং শুধু তাই নয়, এখন আমরা কৌশলগতভাবেও অত্যন্ত শক্তিশালী। পাকিস্তানকে কড়া জবাব দিয়ে আমরা আমাদের শক্তি দেখিয়েছি। আমরা আমাদের প্রতিরক্ষা বাহিনী থেকে শুরু করে আমাদের প্রযুক্তি এবং মোবাইল ফোন, সেইসাথে ইলেকট্রনিক উপকরণ পর্যন্ত অনেক বড় দেশকে ছাড়িয়ে গেছি।"
#WATCH | Paschim Medinipur: BJP leader Dilip Ghosh says, "When PM Modi became the PM, India was at the 9th position in the economy but today, because of the work done by the Modi government in 11 years, India is standing with its head held high in front of the world and has… pic.twitter.com/rAsmmeBFJX
— ANI (@ANI) May 26, 2025
দিলীপ ঘোষ আরও বলেছেন, "এখন দেশের শক্তি এবং সংকল্প বিশ্বের সামনে তুলে ধরা হচ্ছে। পাকিস্তানের সন্ত্রাসী কর্মকাণ্ড উন্মোচিত হচ্ছে এবং পাশাপাশি বিশ্ব মঞ্চে জনগণের উৎসাহও তুলে ধরা হচ্ছে। আমরা যদি এভাবে ঐক্যবদ্ধ থাকি, তাহলে ভারতকে কেউ থামাতে পারবে না।"