মুর্শিদাবাদের পর এবার মালদা। ফের আক্রান্ত হিন্দু সম্প্রদায়ে মানুষজন। শনিবার রাতে মালদার রতুয়া বিধানসভার অন্তর্গত দুর্গাপুরের দেবীপুর গ্রাম পঞ্চায়েতে একটি মন্দির মেরামতিকে কেন্দ্র করে উত্তপ্ত হল এলাকা। বিজেপির অভিযোগ, এলাকার একাধিক হিন্দু, বাড়ি, দোকানপাট ও মন্দিরে ইটবৃষ্টি করা হয়। এই ধটনা নিয়ে প্রতিবাদ শুরু করে বিজেপি। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও এই নিয়ে তীব্র বিরোধীতা করেছেন। এবার এই নিয়ে আপত্তি জানালেন বিজেপির প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

মালদার ঘটনা নিয়ে সমালোচনা দিলীপের

তিনি বলেন, বাংলায় হিন্দুদের ওপর জায়গায় জায়গায় অত্যাচার হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় নতুন মন্দির তৈরি করছেন। সেখানে নিরাপত্তাও দেওয়া হচ্ছে। কিন্তু পুরোনো মন্দিরগুলিতে তো কোনও সুরক্ষাই নেই। মালদা, মুর্শিদাবাদ, বীরভূমের মতো জায়গায় এরকম ঘটনা ঘটছে। এভাবে তো চলতে পারে না। এখন হিন্দুরা একত্রিত হচ্ছেন। এভাবে যদি ঘটনা চলছে থাকে, তাহলে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করবে। এবং এর জবাব দিতে হবে খোদ মুখ্যমন্ত্রীকেই।

দেখুন দিলীপ ঘোষের মন্তব্য

অশান্ত হয়েছিল মুর্শিদাবাদ

প্রসঙ্গত, মাসখানেক আগেই মুর্শিদাবাদে ওয়াকফ আন্দোলনের প্রতিবাদে বিক্ষোভ মিছিলের নামে একাধিক হিন্দু বাড়িতে হামলা চালানো হয়েছিল। নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালাতে হয়েছিল অসংখ্য মানুষকে। সামশেরগঞ্জ, ধুলিয়ানের মতো এলাকায় অগ্নিগর্ভ পরিস্থিতি হয়েছিল। পরে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।