কলকাতা, ৪ মে: দিলীপ ঘোষ (Dilip Ghosh)-কে তোপ দেগে অর্জুন সিং (Arjun Singh) বলেছিলেন, উনি কোনও নেতাই নয়। চারজন লোক নিয়ে নিজের ক্ষমতা জাহির করে।" প্রাক্তন তৃণমূলী এখন বিজেপিতে থাকা অর্জুনের তোপের জবাবটা বড় বিস্ফোরক দাবিতে করলেন দিলীপ ঘোষ। দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের পাশে থাকায় রাজ্য বিজেপির শীর্ষ স্থানীয় নেতাদের তোপের মুখে পড়ছেন দিলীপ ঘোষ। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপকে তোপ দেগে ছিলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ, বারাকপুরে প্রাক্তন সাংসদ অর্জুন সিং, কলকাতা পুরসভার বিজেপি কাউন্সিলর সজল ঘোষ সহ আরও কয়েকজন।
তাদের সবাইকে পাল্টা জবাব দিচ্ছেন দিলীপ ঘোষ। নাম না করে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও কটাক্ষ করেছিলেন দিলীপ। এবার ভাটপাড়ার দাপুটে বিজেপি নেতা তথা প্রাক্তন বিধায়ক-সাংসদ অর্জুন সিংকে তোপ দাগলেন দিলীপ ঘোষ। সাংবাদিকদের সামনে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি বললেন, "অর্জুন সিংয়ের সঙ্গে কয়েকজন কুখ্যাত কয়লা মাফিয়াদের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। অর্জুনের হাত ধরেই কিছু কয়লা মাফিয়া বিজেপিতে যোগ দিয়েছেন। আমি এতদিন এই বিষয়ে কিছু বলিনি। কিন্তু যেভাবে আমায় আক্রমণ করা হচ্ছে, আমি আস্তে আস্তে নিজেদের সত বলে দাবি করা বিজেপি নেতাদের আসল চেহারাটা সামনে আনব।" আরও পড়ুন-রবিতেও দুর্যোগের ইঙ্গিত, ভিজবে কোন কোন জেলা?
দেখুন অর্জুন সিংয়ের বিরুদ্ধে কী বললেন দিলীপ ঘোষ
"BJP leader Arjun Singh has close links with notorious coal mafias. He receives money from them. Because of him, some coal mafias have joined BJP. Till now i have not spoken anything but slowly i will expose all these 'honest' BJP netas.
- Dilip Ghosh.pic.twitter.com/HI0f5GG2lk
— Sourav || সৌরভ (@Sourav_3294) May 4, 2025
অর্জুনের মত নেতারা অন্য দল থেকে এসে বিজেপিতে অপসংস্কৃতির চেষ্টা বলে তোপ দেগে ছিলেন দিলীপ ঘোষ। কুখ্যাত স্মাগলার বারিক বিশ্বাসের ডান হাতজিয়ারুউল হককে সঙ্গে নিয়ে সবসময় ঘুরে বেড়াচ্ছেন দিলীপ ঘোষ। আর সেই জিয়ারুলের সঙ্গে রয়েছে তৃণমূলের যোগ। এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন বিজেপি নেতা অর্জুন সিং। দিলীপ ঘোষকে বিজেপির কেউ বিশ্বাস করে না, দলে থেকে ক্ষতি করছেন বলে দাবি করেছিলেন ভাটপাড়ার প্রাক্তন দাপুটে বিধায়ক।