Close
Advertisement
 
মঙ্গলবার, ডিসেম্বর 17, 2024
সর্বশেষ গল্প
42 minutes ago

AstraZeneca Covid-19 Vaccine: করোনা প্রতিষেধক অ্যাস্ট্রোজেনকা ৯৫ শতাংশ কার্যকরী মানবদেহে, দাবি সংস্থার

ভারত Sarmita Bhattacharjee | Dec 28, 2020 07:12 PM IST
A+
A-

ফাইজার এবং মডার্নার বিকল্প করোনা প্রতিষেধক হিসেবে অক্সফোর্ড অ্যাস্ট্রোজেনকা ৯৫ শতাংশ কার্যকরী, জানালেন সংস্থার সিইও পাস্কাল স্যারিওট। করোনা ভ্যাক্সিন নিয়ে আশানুরূপ ফল পেতেই উচ্ছ্বসিত সংস্থার সিইও। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা মেডিসিন এন্ড হেলথকেয়ার প্রোডাক্টস রেগুলেটরি এজেন্সিতে সমস্ত নথি জমা দিয়েছে, অনুমোদন এখন সময়ের অপেক্ষা। গত মাসে অ্যাস্ট্রোজনকার তৃতীয় ট্রায়ালে দেখা গেছে এই ভ্যাক্সিন ৭০ শতাংশ কার্যকরী। ফাইজার টিকা ৯৫ শতাংশ কার্যকরী এবং মডার্না কার্যকরী ৯৪.৫ শতাংশ। ব্রিটেনে নতুন করে করোনার যে স্ট্রেন ছড়িয়েছে, সেটি রুখতেও কার্যকরী হবে এই অ্যাস্ট্রোজেনকা, এমনটাই দাবি করছে সংস্থার সিইও পাস্কাল স্যারিওট। দেশের ভ্যাক্সিন চাহিদা মেটাতে মূলত অ্যাস্ট্রাজেনেকা-অক্সফোর্ড ভ্যাক্সিনের উপরেই নির্ভর করছে বরিস জনসনের সরকার। ভারতেও অ্যাস্ট্রোজনকার চাহিদা বাড়ছে, পুনের সিরাম ইনস্টিটিউট থেকে এর বিতরণ হবে, তবে জরুরি ক্ষেত্রেই দেশে এর প্রয়োগ শুরু হবে। অন্যদিকে ফাইজার এখনও ডেটা পেশ করেনি এবং ভারত বায়োটেকের তৃতীয় ট্রায়াল এখনও সমাপ্ত হয়নি বলে সূত্রের খবর।

RELATED VIDEOS