Xiaomi Mi TV 4A Horizon Edition Launched: মাত্র ১৩ হাজার টাকায় স্মার্টটিভি নিয়ে হাজির জিওমি, দেখুন ফিচা
Xiaomi Mi TV 4A Horizon Edition (Photo Credits: Xiaomi India)

জিওমি ইন্ডিয়া ভারতে অফিসিয়ালি লঞ্চ করল Mi TV 4A Horizon এডিশন। Mi TV 4A এডিশনে রয়েছে বেজল-লেস স্ক্রিন সাইজ- ৩২ ইঞ্চি এবং ৪৩ ইঞ্চির। ১১ সেপ্টেম্বর থেকে শুরু হবে ভারতে বিক্রি, Amazon.in, Mi.com, Flipkart & Mi Home-এ মিলবে  Mi TV 4A। অ্যান্ড্রয়েড ১০-সহ Mi TV 4A-এ রয়েছে প্যাচওয়াল অপারেটিং সিস্টেম, এতে আপনি ৭টিরও বেশি নিউজ চ্যানেল দেখতে পারবেন একেবারে বিনামূল্যে টিভির হোমস্ক্রিনে। ‘One-click Play’ মোডের সুবিধা-সহ Mi TV 4A-তে রয়েছে ৫ হাজারের বেশি অ্যাপস, যার জেরে যেকোনও লাইভ ক্রিকেট ম্যাচ এনং নিউজ চ্যানেল এবং যেকোনও ভিওডি কনটেন্ট সরাসরি দেখতে পাবেন।

টিভিতে রয়েছে গুগল অ্যাসিসট্যান্ট ফিচার, অর্থাৎ আপনার গলার একটা নির্দেশে মুহূর্তের মধ্যে টিভিস্ত্রিনে খুলে যাবে আপনার পছন্দের চ্যানেল। DTS HD প্রযুক্তি-সহ টিভিতে রয়েছে ২০ডব্লু স্টেরিও স্পিকার। Mi TV 4A হরাইজন এডিশনটি পাওয়ার্ড বাই ৬৪-বিট কোয়াড-কোর প্রসেসর। জিওমি-র এই নতুন স্মার্টটিভিটি ১ জিবি ব়্যাম এবং ৮ জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে এতে। ৩২ ইঞ্চির Xiaomi Mi TV 4A স্মার্টটিভি-টির দাম ১৩,৪৯৯ টাকা এবং ৪৩ ইঞ্চির দাম ২২,৯৯৯ টাকা। জিওমির এই নতুন স্মার্টটিভিটি আপনার লিভিং রুমের সৌন্দর্য আরও কয়েকধাপ বাড়িয়ে তুলবে।