Twitter (Photo Credit: File Photo)

মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন,  রিপাবলিকানরা নাকি প্রেসিডেন্ট জো বিডেনের ডেমোক্র্যাটরা মার্কিন কংগ্রেসকে নিয়ন্ত্রণ করবে তা নির্ধারণ করতেই এই নির্বাচন। আর এই মধ্যবর্তী নির্বাচনের জন্য স্থগিত হয়ে গেল টুইটারের নতুন ব্যাজ পরিবর্তনের পরিষেবা।

চলতি সপ্তাহেই টুইটারের নতুন মালিক ইলন মাস্ক ঘোষণা করেছেন, এবার থেকে টুইটার ব্যবহার করার জন্য গ্য়াঁটের কড়ি খরচ করতে হবে। ব্লু টিক পাওয়ার জন্য এবার থেকে প্রতি মাসে ৮ ডলার করে খরচ করতে হবে। এছাড়া কর্মপদ্ধতিতেও একাধিক পরিবর্তন আনা হচ্ছে, এর জন্য ইঞ্জিনিয়াররা অতিরিক্ত সময় ব্যয় করছেন অফিসে।একদিকে চলছে বিপুল সংখ্যক কর্মী ছাঁটাই, অন্যদিকে টুইটারের কর্মপদ্ধতিতেও আনা হচ্ছে ব্যাপক পরিবর্তন। তারই মধ্যে স্থগিত হল এই পরিষেবা। তবে টুইটারের তরফে এই ব্যাপারে কিছুই জানানো হয় নি।