ভারতের বাজারে নতুন মোবাইল নিয়ে আসছে টেকনো। টেকনো পপ ৭৭ প্রো নামের এই মোবাইলটি ইতিমধ্যেই আফ্রিকাতে লঞ্চ করেছে সংস্থা। এবার ভারতের বাজারেও লঞ্চ করার জন্য আগ্রহী হয়েছে এই সংস্থা। মিডিয়া টেকের হেলিও A22 প্রসেসর ৫০০০ এমএইচের ব্যাটারি, ১৩ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা সহ ফোনটি লঞ্চ হবে ১৬ ই ফ্রেবরুয়ারী।
তবে আফ্রিকার মতন ভারতের বাজারেও কি একই ফিচারের মোবাইল আনবে নাকি একটু পরিবর্তন থাকবে তাতে তা এখনও জানা যায়নি।অনলাইন সংস্থা ফ্লিপকার্টের মাধ্যমে ভারতের বাজারে লঞ্চ হবে টেকনোর এই নতুন মোবাইল।
এক নজর দেখা যাক এর কিছুবৈশিষ্ট্যের ওপর-
এতে থাকছে 6.56 ইঞ্চির এইচডি ডিসপ্লে ৬০ হার্জ রিফ্রেশ রেটের সঙ্গে। সামনের সেলফির জন্য থাকছে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা।পেছনের দিকে থাকছে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা। ৩ / ৪ জিবির RAM ও ৬৪ জিবির স্টোরেজ পাওয়া যাবে এই ফোনটিতে। অ্যান্ড্রয়েডের ১২ অপারেটিং সিস্টেমের মাধ্যমে চলবে নতুন এই ফোনটি। থাকছে ১০ ওয়াটের ব্যাটারি চার্জিং সাপোর্ট। তবে স্মার্টফোনটি দাম এখনও জানা যায়নি।
Explore possibilities, unlock new doors of opportunities, and achieve more with the multitasker TECNO POP 7 Pro
Launching in just 2 days.
Stay Tuned!#TECNO #TECNOSmartphones #TECNOPOP7Pro pic.twitter.com/JmvB5GaHfR
— TECNO Mobile India (@TecnoMobileInd) February 14, 2023