ওয়াশিংটন, ১২ নভেম্বর: স্পেসএক্স ক্যাপসুলে (SpaceX Crew Dragon capsule) চেপে চার মহাকাশচারী পৌঁছে গেলেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (International Space Station)। নাসা এক বিবৃতিতে জানিয়েছে, রাজা চারি, টম মার্শবার্ন, কায়লা ব্যারন ও ম্যাথিয়াস মাউর বৃহস্পতিবার সকাল ৬টা ৩২ মিনিটে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছেছেন। ৬ মাস তাঁরা মহাকাশে থাকবেন। রাজা চারি ভারতীয় বংশোদ্ভূত। তিনি এই মিশনের নেতৃত্বে রয়েছেন। চারি এবং তাঁর সহকর্মীরা মহাকাশ স্টেশনে বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা করবেন।
ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারে ৩৯-এ লঞ্চ কমপ্লেক্স থেকে ফ্যালকন ৯ রকেটে চেপে গতকাল রাত ৯টা ৩ মিনিটে স্পেসএক্স ক্রু-৩ মিশন যাত্রা শুরু করে। আরও পড়ুন: PUBG: ব্যাটেল গ্রাউন্ডের নিউ স্টেট গেমে সার্ভার ইস্যু, কী বলল সংস্থা?
SpaceX Crew-3 astronauts including Indian American Raja Chari, who is the commander of this mission, docked to the International Space Station today. Chari and his crewmates will perform scientific experiments and maintain the orbiting research lab.
(Photo source: NASA) pic.twitter.com/4u2zRYV03t
— ANI (@ANI) November 12, 2021
বর্তমানে মহাকাশ স্টেশনে রয়েছেন মাত্র একজন মার্কিন মহাকাশচারী। আজ চারজন তাঁর সঙ্গে যোগ দিলেন। মাইক্রোগ্রাভিটি ল্যাবরেটরিতে তাঁরা পরীক্ষা নিরীক্ষা চালাবেন।