PUBG: ব্যাটেল গ্রাউন্ডের নিউ স্টেট গেমে সার্ভার ইস্যু, কী বলল সংস্থা?
PUBG: New State (Photo Credits: PUBG: New State)

PUBG-নতুন স্টেট শুরু হলেও খেলোযাড়রা কিন্তু সার্ভারের সমস্যায় জর্জরিত। গুগল প্লে স্টোরে গেমটি ডাউনলোডের জন্য অ্যাভলএবল থাকলেও কাজের কাজ কিছু হচ্ছে না। গেমাররা খেলার চেষ্টা করলেই দেখাচ্ছে, ‘unable to connect to server’। এর জেরে PUBG-কে নিয়ে গেমারদের নানাবিধ অভিযোগে ভরে উঠেছে প্লে স্টোরের রিভিউ সেকশন।  এহেন অভিযোগ পেয়ে ইতিমধ্যেই সমস্যা স্বীকার করে কাজে নেমে পড়েছে সংস্থাটি।ইতিমধ্যেই অফিশিয়াল টুইটারে এনিয়ে একটি বিবৃতিও প্রকাশ করেছে। টুইটটি হল, “হ্যালো সার্ভাইভার্স, সার্ভারের সমস্যা হওয়ায় গেমের সূচনা সময়কাল ২ ঘণ্টা পিছিয়ে দিচ্ছি। এই সংক্রান্ত কোনওরকম অসুবিধার জন্য আমরা ক্ষমাপ্রার্থী। এ সম্পর্কে বিশদে জানতে অনুগ্রহ করে অফিশিয়াল ওয়েবসাইট দেখুন।” আরও পড়ুন- Babar Azam Relaxing: অজিদের বিরুদ্ধে মাঠে নামার আগে কোয়ালিটি টাইম কাটাচ্ছেন বাবার আজম (দেখুন ছবি)

 

দেখুন ভিডিও এবং টুইট

আর একটি টুইটে সংস্থার তরফে জানানো হয়েছে যে, কোনও গেমার যদি ফের সার্ভারের সমস্যায় পড়েন, তাহলে

  • ইউজার তাঁর ডিভাইসের OS আপডেট করে ফের অ্যাপ রিস্টার্ট করুন।
  • গ্রাফিক্স API সেটিংস বদল করুন এবং GL ES খুলুন।
  • আপনার ডিভাইসের USB ও ডেভেলপার অপশন ডিবাগ করুন।

আজ সকাল সাড়ে নটায় প্রথমে এই গেমের উদ্বোধনের কথা থাকলেও পরে তা বেলা সাড়ে এগারোটায় বদলে যায়। অ্যাপল স্টোরে গেম এখনও মিলবে না। তবে অ্যানড্রয়েড-৬  ভারশন থেকে শুরু করে এর উপরের অপারেটিং সিস্টেমে মিলবে গেম। গেমের সাইজ 1.4GB। PUBG- নিউ স্টেট গেমসের বছর সেট করা হয়েছে ২০৫১। গেম প্লে, গ্রাফিক্স, নতুন অস্ত্র, নতুন গাড়ি, নতুন ম্যাপ; সবমিলিয়ে নতুন গেমে অস্ত্র কাস্টমাইজেশনেরও সুযোগ থাকছে।