Realme 7 সিরিজের Realme 7i লঞ্চ করল ভারতে। Realme 7i স্মার্টফোন ছাড়াও 4K SLED স্মার্টটিভি, বাডস ওয়ারলেস প্রো, N1 সোনিক ইলেক্ট্রিক টুথব্রাশ। ১৬ অক্টোবর থেকে Realme 7i-র বিক্রি শুরু হবে ফ্লিপকার্ট এবং Realme.com-এ। স্মার্টফোনটিতে রয়েছে ১৬০০x৭২০ পিক্সেল রিজলিউশন-সহ ৬.৫ ইঞ্চির আলট্রা-স্মুথ পাঞ্চ হোল ডিসপ্লে।
ক্যামেরাতেও রয়েছে চমক। ৬৪ এমপি মেইন ক্যামেরা, ৮ এমপি আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং B&W লেন্স এবং ম্যাক্রো লেন্স-সহ কোয়াড রিয়ার ক্যামেরা মড্যিউল রয়েছে। এছাড়া সেলফি এবং ভিডিও কলের জন্য রয়েছে ১৬ এমপি শ্যুটার। যতখুশি কথা বলুন শেষ হবে না ব্যাটারি। কারণ এতে রয়েছে 18W ফাস্ট চার্জিং সাপোর্ট-সহ ৫ হাজার মেগাহার্ৎজ ব্যাটারি।
দু'টো ইউনিক রঙে আপনি পেয়ে যাবেন স্মার্টফোনটি। সবুজ (Fusion Green) এবং নীল (Fusion Blue)- এই দু'টো রঙে পাওয়া যাবে স্মার্টফোনটি। স্মার্টফোনটি পাওয়ার্ড বাই Qualcomm Snapdragon 662 SoC। Realme 7i স্মার্টফোনটির 4GB এবং 64GB-র দাম ১১,৯৯৯ টাকা এবং 4GB এবং 128GB-র দাম ১২,৯৯৯ টাকা।