PUBG Mobile (Photo Credits: PUBG)

নতুন দিল্লি, ১০ ডিসেম্বর: ২০২১-এর নভেম্বর পর্যন্ত মোবাইল গেম হিসেবে সবথেকে বেশি ডাউনলোড হয়েছে  PUBG- মোবাইল গেম। ২৫৪ মিলিয়ন মার্কিন ডলার। গত বছর নভেম্বরে ৪৬ শতাংশ মার্কিন ডলারের কাছাকাছি যেখানে গ্রোথ ছিল, এই নভেম্বরে সেখানে ৬৬ শতাংশ মার্কিন ডলার গ্রোথ হয়েছে। এই রাজস্ব এসেছে চিন থেকে। যেখানে এই গেম শান্তির জন্য প্রচারিত হয়। এরপরেই ৭.৩ শতাংশ গ্রোথ তুরস্কে। মার্কিন মুলুকে ৬.৮ শতাংশ গ্রোথ। সেন্সর টাওয়ার থেকে মিলেছে এই রিপোর্ট। মোবাইল গেম জনপ্রিয়তার নিরিখে দ্বিতীয় স্থানে আছে miHoYo , ২০৭ মিলিয়ন মার্কিন ডলার রাজস্ব এসেছে। আরও পড়ুন- Saudi Arabia: ভিলেন বোটক্স, সৌদি আরবের সৌন্দর্য প্রতিযোগিতা থেকে ব্রাত্য ৪৩টি উট

দেশের সার্বভৌমত্ব  ও অখণ্ডতায় আঘাত হানছে চিন তাই PUBG মোবাইল-সহ বেশ কয়েকটি চিনা অ্য়াপ ভারতে নিষিদ্ধ হয়েছে। ভারতীয় তথ্য প্রযুক্তি আইনের ৬৯-এর এ ধারায় নিষিদ্ধ হয়েছে চিনের অ্য়াপ।