Pegasystems Logo (Photo Credits: Facebook)

সান ফ্রান্সিসকো, ৬ জানুয়ারিঃ নতুন বছরেও কর্মী ছাঁটাই অব্যাহত। বিদেশি সফটওয়ার সংস্থা পেগাসিস্টেম বিপুল পরিমাণে কর্মী ছাঁটাই করতে চলেছে ২০২৩ সালে (Pegasystems Layoffs)। সংস্থার অর্থনৈতিক মন্দার আশঙ্কা করেই এই কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করেছে পেগাসিস্টেম (Pegasystems Layoffs 2023)।

ইউএস সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কাছে সংস্থার তরফ থেকে একটি ফাইল জমা দেওয়া হয়েছে। যাতে উল্লেখ রয়েছে, শ্রমিক হ্রাসের মধ্যে দিয়ে সংস্থা তার গো-টু অপারেটিং মডেল উন্নত করতে চায়। ইতিমধ্যেই পেগাসিস্টেম তার গো-টু অপারেটিং মডেল উন্নত করার লক্ষ্যে একটি বিশদ পর্যালোচনা সেরে ফেলেছে।

পূর্বে প্রকাশিত বেশ কিছু রিপোর্টে উল্লেখ করা হয়েছে, শেয়ার মার্কেটে পেগাসিস্টেমের বাজার দর ৬৯ শতাংশ পড়ে গিয়েছে। যার ফলে বিগত তিন বছর যাবত পেগাসিস্টেমের শেয়ারহোল্ডার এবং বিনিয়োগকারীরা অর্থনৈতিক মন্দার  মধ্যে দিয়ে যাচ্ছে। তাই নতুন বছরে কর্মী ছাঁটাইয়ের পথ বেছে নিয়েছে সংস্থা (Pegasystems Layoffs 2023)।

জানা গিয়েছে সংস্থার ৪ শতাংশ অর্থাৎ ৬ হাজার কর্মী তাঁদের কর্ম সংস্থান হারাতে চলেছে।