ChatGpt Adult Mode: কৃত্রিম বুদ্ধিমত্তার (Artificial Intelligence) দুনিয়ায় আসছে বড় পরিবর্তন। জনপ্রিয় এআই চ্যাটবট 'ChatGPT'-তে এবার যোগ হতে চলেছে এক নতুন ফিচার 'অ্যাডাল্ট মোড'। চ্যাট জিপিটিতে এবার প্রাপ্তবয়স্কদের দুষ্টুমি অপেক্ষা করবে। 'OpenAI' জানিয়েছে, এই মোডটি চালু হবে চলতি বছর ডিসেম্বর থেকেই। এই ফিচারের মাধ্যমে প্রাপ্তবয়স্ক ব্যবহারকারীরা নিজেদের বয়স যাচাই করে পরিণত বা প্রাপ্তবয়স্ক বিষয়বস্তু (mature content)-এর অ্যাক্সেস পাবেন। এর মধ্যে থাকবে ইরোটিকা ধরনের কনটেন্ট ও আরও খোলামেলা কথোপকথনের সুযোগ।
চ্যাট জিপিটির অ্য়াডাল্ট মোডে কী কী থাকছে
ওপেনএআই জানিয়েছে, ব্যবহারকারীরা চাইলে চ্যাটবটের ব্যক্তিত্ব ও কথোপকথনের টোন নিজেদের মতো করে কাস্টমাইজ করতে পারবেন। অর্থাৎ, কেউ চাইলে চ্যাটজিপিটি-কে আরও বন্ধুত্বপূর্ণ, স্বতঃস্ফূর্ত বা এমনকি 'ফ্লার্টি' ভঙ্গিতেও সাজিয়ে নিতে পারবেন। সংস্থার সিইও স্যাম অল্টম্যান জানিয়েছেন,"আমরা প্রাপ্তবয়স্কদের মতো প্রাপ্তবয়স্কদেরই আচরণ করতে চাই। এই পরিবর্তন সেই ভাবনারই প্রতিফলন।"
জানুন খবরটি
Sam Altman announces ChatGPT’s new feature for adult interaction with verified users. Full story: https://t.co/404vSEmzn6 pic.twitter.com/Ftf5dKmWdE
— Complex (@Complex) October 14, 2025
আর কী জানা যাচ্ছে
এখনও পর্যন্ত চ্যাটজিপিটি-তে বেশ কিছু কঠোর সীমাবদ্ধতা ছিল, যাতে মানসিকভাবে সংবেদনশীল ব্যবহারকারীরা নিরাপদ থাকেন। তবে ওপেনএআই জানিয়েছে, তাদের নতুন নিরাপত্তা ব্যবস্থা ও কন্ট্রোল টুল-এর মাধ্যমে আগের তুলনায় অনেক বেশি সুরক্ষিতভাবে এই সীমাবদ্ধতা শিথিল করা হবে। এই আপডেটের ফলে চ্যাটবট ইমোজি ব্যবহার, হালকা মজার ভাষা বা অনানুষ্ঠানিক টোনে কথোপকথন করতে পারবে। OpenAIমনে করছে, এর ফলে ব্যবহারকারীর অভিজ্ঞতা আরও স্বাভাবিক ও প্রাণবন্ত হয়ে উঠবে।