ফের আরেক সংবাদ সংস্থায় কর্মী ছাঁটাই। এবার নিউজ জায়ান্ট এনপিআরের ৫৩ বছরের ইতিহাসে সবচেয়ে বড় ছাঁটাই হতে চলেছে। এর ফলে প্রায় ১০০ জন কর্মীকে ছাঁটাই করার পরিকল্পনা করেছে তারা। সংস্থার সিইও জন ল্যান্সিং (John Lansing) বুধবার স্টাফ মেমোতে সাম্প্রতিক সপ্তাহগুলিতে স্পনসরশিপের সম্ভাব্য হ্রাসকেই কারণ মনে করছেন। বিজ্ঞাপনের ক্ষয় অন্যান্য সংস্থাগুলিকে প্রভাবিত করেছে, বাদ পড়েনি সিএনএন (CNN), গ্যানেট (Gannett) এবং ভক্স-এর (Vox) মতো সংস্থাও। ইতিমধ্যেই ওয়াশিংটন পোস্ট তাদের রবিবারের পত্রিকা এবং তাদের ভিডিও গেম হাব বন্ধ করে দিয়েছে। এর ফলে তাদের প্রায় ১০০০ সদস্যের সংবাদ কর্মীদের মধ্যে প্রায় ৩০ জন কর্মী ছাঁটাই হয়েছে।
দেখুন পোস্ট
NPR plans to cut about 100 employees — roughly 10 percent of its workforce — in one of the largest layoffs in the nonprofit news giant’s 53-year history.https://t.co/CTPSoJEaKq— The Washington Post (@washingtonpost) February 22, 2023
গুগল, ফেসবুক, অ্যামাজনের মতো বিজ্ঞাপনের ওপর নির্ভরশীল বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানও হাজার হাজার কর্মী ছাঁটাই করার ঘোষণা করেছে। নভেম্বরে এনপিআর চাকরিতে নিয়োগ স্থগিত করে এবং তাঁর সঙ্গে ভ্রমণও সীমিত করে। কিন্তু ল্যান্সিং বলেছেন, ওই সব প্রাক্কলিত সঞ্চয় যথেষ্ট হবে না। তিনি মেমোতে লিখেছেন, মহামারীর সবচেয়ে খারাপ সময়ে আমরা যে আর্থিক চ্যালেঞ্জগুলির মুখোমুখি হয়েছিলাম, তার বিপরীতে আমাদের ব্যয় বৃদ্ধি এবং দ্রুত রাজস্ব পুনরুদ্ধারের কোনও লক্ষণ নেই।