৪৮ ঘণ্টার জন্য একেবারে বিনামূল্যে দেখতে পারবেন অন্যতম জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স (Netflix)। 'স্ট্রিমফেস্ট'-র (Streamfest) অধীনে ৪ ডিসেম্বর থেকে দু'দিনের জন্য মিলবে এই সুবিধা। তবে আপাতত শুধু ভারতীয়রাই পাবেন এই সুবিধা। সপ্তাহান্তে এই সুযোগটি দেওয়া হচ্ছে। উদ্দেশ্য একটাই- সাধারণ মানুষ নেটফ্লিক্সের মত স্ট্রিমিংয়ের প্ল্যাটফর্মের প্রতি কতটা আকর্ষিত সেটি পরখ করে দেখা। সংস্থার চিফ প্রোডাক্ট অফিসার গ্রেগ পিটারস জানিয়েছেন যে, এক সপ্তাহান্তের জন্য দেশের সব মানুষকে বিনামূল্যে পরিষেবা দিতে পারলে আমাদের যে সমস্ত ভালো গল্প, ছবি রয়েছে, একেকবারে তা প্রচুর মানুষের কাছে পৌঁছবে।
ভারতে এই স্টিমফেস্ট কতটা সাফল্য পাবে। সেটির উপর নির্ভর করে আগামিদিনে অন্যান্য দেশে স্ট্রিমফেস্ট করার ভাবনাচিন্তা করবে বলে জানাচ্ছে সংস্থার প্রধান। এর আগে ফ্রি ট্রায়ালের ক্ষেত্রে নেটফ্লিক্সে লগইনের সময় ব্যবহারকারীর কার্ড ডিটেলস দিতে হত। এতে ফ্রি ট্রায়াল হয়ে গেলে পর নেটফ্লিক্সের তরফে স্বয়ংক্রিয় পদ্ধতিতে ব্য়াঙ্ক থেকে টাকা কেটে নেওয়া হত। তবে 'স্ট্রিমফেস্ট'-এ লাগবে না কোনও কার্ড সংক্রান্ত তথ্য। পুরোপুরিই বিনামূল্যে দু'দিনের জন্য দেখা যাবে নেটফ্লিক্সের যেকোনও সিরিজ কিংবা সিনেমা। শুধুমাত্র দর্শকদের অনলাইম স্ট্রিমিং অ্যাপ সম্পর্কে সচেতন করে তুলতেই নেওয়া হচ্ছে এই উদ্যোগ। পড়ুন: Xi Jinping Becomes Asur In Baharampur Durga Puja: অসুর-রূপে চিনা প্রেসিডেন্ট জিনপিং, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি
দর্শকদের জন্য চার ধরণের অফার এনেছে নেটফ্লিক্স। শুধুমাত্র মোবাইল থেকে যাঁরা দেখেন, সেই সব গ্রাহকদের জন্য রয়েছে ১৯৯ টাকার প্ল্যান। এই প্ল্যানে একমাত্র Netflix মোবাইল অ্যাপের মাধ্যমেই কনটেন্ট দেখা যাবে। ৪৯৯ টাকার প্ল্যানে মোবাইল, টিভি, কমপিউটার- সবেতেই কনটেন্ট দেখা যাবে। তবে এ ক্ষেত্রে একসঙ্গে একটি ডিভাইজেই দেখা যাবে। এইচডি রেজলিউশনের ছবি দেখা যাবে ৬৪৯ টাকার প্ল্যানে। এক সঙ্গে দু'টো স্ক্রিনে দেখা যাবে তা। আর ৭৯৯ টাকার প্ল্যানে একসঙ্গে ৪টে স্ক্রিনে দেখা যাবে নেটফ্লিক্সের ছবি।