Representative Image (Photo Credit- Facebook)

নয়াদিল্লি, ২১ নভেম্বর: টাকা বিনিময়ের ভলিউম ক্যাপের (Volume cap) লিমিটের বিষয়ে এর আগেই ৩১ ডিসেম্বর পর্যন্ত রির্জাভ ব্যাঙ্ককে (Reserve Bank of India) ডেডলাইন দিয়েছিল ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া National Payments Corporation of India)। সেই বিষয়টি কার্যকরী করার জন্য ফের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সঙ্গে কথা বলছে তারা। ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফে জানানো হয়েছিল বর্তমানে গুগুল পে (Google Pay) ও ফোনপে (PhonePe) বর্তমানে বাজারের ৮০ শতাংশ টাকা বিনিময়ের স্বত্ব নিজেদের হাতে রেখেছে। কিন্তু এনপিসিআই (NPCI) চাইছে এটা ৩০ শতাংশের মধ্যে সীমাবদ্ধ রাখতে।

এতদিন পর্যন্ত ইউপিআইয়ের মাধ্যমে এই ধরনের লেনদেনের ক্ষেত্রে কোনও বিধিবদ্ধ নিয়ম ছিল না। কিন্তু, ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া চাইছে তাকে ৩০ শতাংশের মধ্যে সীমাবদ্ধ রাখতে। এর জন্য রিজার্ভ ব্যাঙ্ককে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছে তারা। এর ফলে গুগুল পে, ফোনপে ও পেটিএম-সহ টাকা লেনদেনের সমস্ত থার্ড পার্টি অ্যাপের বরাদ্দ নির্দিষ্ট করা হচ্ছে। নভেম্বর মাসেই ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফে প্রস্তাব দেওয়া হয়েছে থার্ড পার্টি অ্যাপ প্রোভাইডাররা ৩০ শতাংশের বেশি এই লেনদেন আর করা যাবে না। সূত্রের খবর ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার সঙ্গে রিজার্ভ ব্যাঙ্কের সঙ্গে এই বৈঠকে হাজির থাকবেন অর্থমন্ত্রকের সিনিয়র আধিকারিকরাও।

থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে টাকা বিনিময়ের বরাদ্দ নিয়ে রিজার্ভ ব্যাঙ্কের সঙ্গে কথা বলছে NPCI