Mobile Tower: শহর থেকে শহরতলি। এখন মোবাইল টাওয়ারের সংখ্য়া ক্রমশ বাড়ছে। ইউজার বা ব্যবহারকারী যত বাড়ছে, ততই বাড়ছে মোবাইল টাওয়ারের সংখ্যা। কিন্তু মোবাইল টাওয়ারের প্রভাব নিয়ে চিন্তার খবর উঠে এল এক গবেষণা। জনপ্রিয় এক্স হ্যান্ডেল মাসিমো-তে এই খবর প্রকাশ করে বলা হয়েছে, যেখানেই টেলিকম নেটওয়ার্কের বিস্তার ঘটছে, সেখানে নীরবে বিপদ ঘনিয়ে আসছে গাছেদের জন্য। একাধিক গবেষণায় দেখা যাচ্ছে, Radiofrequency radiation মোবাইল টাওয়ারের আশেপাশে থাকা গাছগুলোতে অস্বাভাবিক চাপের লক্ষণ মিলছে।
মোবাইল টাওয়ারের ছায়ায় কী কী ক্ষতি দেখা যাচ্ছে
জার্মানিতে টানা ৯ বছরের এক গবেষণায় স্পষ্ট ধরা পড়েছে মোবাইল টাওয়ারের ক্ষতিকারকের প্রভাবের বিষয়টি। গাছের যেসব দিক মোবাইল অ্যান্টেনার দিকে মুখ করে, সেই দিকের গাছে পাতাঝরা বেড়েছে, ছাল ক্ষতিগ্রস্ত হয়েছে, আর বৃদ্ধি হয়েছে মন্থর। শুধু তাই নয়, ইউরোপ-সহ আরও কয়েকটি স্থানে একই ধরণের পর্যবেক্ষণ মিলেছে।
মোবাইল টাওয়ারের ছায়ায় গাছের অদৃশ্য ক্ষতি
Cell towers may be quietly damaging the trees around them.
As wireless networks spread through cities and suburbs, scientists are starting to notice a troubling pattern: trees closest to cell towers often show unusual signs of stress.
In one 9-year study in Germany, researchers… pic.twitter.com/7f4dzBpcSE
— Massimo (@Rainmaker1973) September 2, 2025
সম্ভাব্য কারণ: রেডিওফ্রিকোয়েন্সি (RF) রেডিয়েশন
বিজ্ঞানীরা মনে করছেন, মোবাইল টাওয়ার থেকে নিরন্তর বের হওয়া RF রেডিয়েশনের প্রভাবেই এই ক্ষতি হচ্ছে। মানুষ কিংবা প্রাণীর মতো গাছেরা তো সরে যেতে পারে না। তাই ২৪ ঘণ্টা, বছরের পর বছর ধরে তাদের শরীর শোষণ করছে এই অদৃশ্য তরঙ্গ।
এখনও অজানা দীর্ঘমেয়াদি প্রভাব
RF রেডিয়েশনকে সাধারণত নিরাপদ ধরা হয়, কারণ এটি আয়নায়ন ঘটায় না। কিন্তু, একটানা কম মাত্রার রেডিয়েশনের প্রভাবে গাছেদের দীর্ঘমেয়াদি ভবিষ্যৎ কতটা ক্ষতিগ্রস্ত হতে পারে তা আজও অজানা।
(তথ্যসূত্র:Waldmann-Selsam, C., Balmori-de la Puente, A., Breunig, H., & Balmori, A. (2016). Radiofrequency radiation injures trees around mobile phone base stations. Science of The Total Environment, 572, 554–569.)