Amazon (Photo Credit: Pixabay)

দিল্লি, ১৫ মে: ফের ছাঁটাইয়ের (Layoffs) খবর। এবারও অ্যামাজ়ন (Amazon) থেকে মিলছে চাকরি যাওয়ার খবর। রিপোর্টে প্রকাশ, এবার বিশ্বের অন্যতম বৃহৎ ই-কমার্স কোম্পানির তরফে ১০০ জনকে ছাঁটাই করা হচ্ছে। ডিভাইস এবং সার্ভিস সেক্টর থেকে এই ১০০ জনের চাকরি যাচ্ছে বলে খবর।

জানা যাচ্ছে, অ্যালেক্সা ভয়েস অ্যাসিসটেন্স, ইকো হার্ডওয়্যার, রিং ভিডিয়ো ডোরবেলস,  জুক্স রোবোটিক্সের মত একাধিক ক্ষেত্র থেকে কর্মীদের ছাঁটাই করছে অ্যামাজ়ন। কর্মীদের দিয়ে কীভাবে আরও ভাল কাজ করানো যায় এবং কোম্পানিকে উন্নত করতেই অ্যামাজ়ন ফের কর্মীদের একাংশকে ছাঁটাই করছে বলে জানানো হয়েছে। আর সেই কারণেই সার্ভিস এবং ডিভাইস সেকশন থেকে ১০০ নের চাকরি যাচ্ছে বলে খবর।

আরও পড়ুন: Amazon Layoffs: বছরের শুরুতেই দুঃসংবাদ, ফের কর্মী ছাঁটাই অ্যামাজনে

নির্দিষ্ট দুটি সেকশন থেকে কর্মা ছাঁটাই করা হলেও, অন্য ক্ষেত্রে নতুন করে নিয়োগ করছে অ্যামাজ়ন। এমন খবরও মিলছে।