
দিল্লি, ৫ জুন: অ্যামাজ়ন (Amazon) থেকে খুব শপিং করছেন? তাহলে এই খবর আপনার জন্য। অ্যামাজ়নে এবার থেকে কোনও কিছু অর্ডার করলে, তার জন্য ৫ টাকা করে অতিরিক্ত দিতে হবে আপনাকে ( Every Online Order)। ছুরি, কাঁচি থেকে শুরু করে পোশাক কিংবা রান্না ঘরের জিনিসপত্র বা বৈদ্যুতিন অ্যাপ্লায়েন্স, যাই অর্ডার করুন না কেন, আপানাকে অতিরিক্ত ৫ টাকা করে গুনতে হবে। 'মার্কেটপ্লেস ফি' নামে এই টাকা আপনার অর্ডারের (Online Order) সঙ্গে যুক্ত করে এই অনলাইন সংস্থাকে দিতে হবে বলে খবর। গ্রাহককে যাতে আরও ভাল পরিষেবা দেওয়া যায় অর্থাৎ অপারেশনাল এক্সপেরিয়েন্স উন্নত করতেই এই ৫ টাকা আপনাকে অ্যামাজ়নকে দিতে হবে বলে জানা যাচ্ছে।
এবার থেকে অ্যামাজ়নে যাঁরাই কেনাকাটা করতে যাবেন অর্থাৎ প্রাইম মেম্বার (Prime Members) যাঁরা, তাঁদের ক্ষেত্রেও এই ৫ টাকা অতিরিক্ত প্রযোজ্য। অর্থাৎ ৫ টাকার গেঁড়াকল থেকে মুক্তি নেই অ্যামাজ়নের গ্রাহকদের কারও।
আরও পড়ুন: Amazon Layoffs: বছরের শুরুতেই দুঃসংবাদ, ফের কর্মী ছাঁটাই অ্যামাজনে
প্রসঙ্গত এর আগে ফ্লিপকার্টের তরফে এই একই নিয়ম প্রযোজ্য করা হয়। তবে ফ্লিপকার্ট ৩ টাকা করে প্রত্যেক অর্ডারের জন্য ধার্য করে। এবার ফ্লিপকার্টের তুলনায় আরও ২ টাকা বাড়িয়ে দিল অ্যামাজ়ন।
যদিও অ্য়ামাজ়নের এই ৫ টাকা যুক্ত হবে আপনার কেনাকাটার অর্থের সঙ্গে। যা জমানো থাকবে বলে জানা যাচ্ছে।
কেনাকাটার উপর কেন সারচার্জ হিসেবে এই ৫ টাকা অতিরিক্ত দিতে হবে, সে বিষয়ে অ্যামাজ়ন একটি বিবৃতি প্রকাশ করেছে। যেখানে জানানো হয়েছে, অ্যামাজ়ন অ্যাপে প্রবেশ করলে যে কেউ যাতে তার ব্যবহার করে নির্বিঘ্নে কেনাকাটা করতে পারেন, সোয়াইপিংয়ে কোনও সমস্যা যাতে না হয়, সেই সুন্দর পরিষেবা দিতেই এই মার্কেটপ্লেস ফি আপনাকে দিতে হবে।
গোটা বিশ্ব জুড়ে অ্যামাজ়ন গ্রাহকদের পরিষেবা দিয়ে আসছে। দিত, রাত সর্বক্ষণ এই অ্যাপে ঢুকে আপনি কেনাকাটা করতে পারেন যা ইচ্ছে। গোটা বিশ্ব জুড়ে এই অ্যাপের গ্রহণযোগ্যতা ক্রমাগত বাড়ছে। ফলে কোনওরকম কারিকুরি ছাড়া যাতে এই অ্যাপ গ্রাহকের কাছে আরও উপযোগী হয়ে ওঠে, কোম্পানির তরফে সেই প্রচেষ্টা সর্বক্ষণ করা হয়। এবার তারই অংশ হিসেবে অতিরিক্ত ৫ টাকা করে আপনাকে গুনতে হবে অ্যামাজ়নে কিছু অর্ডার করলে।