এয়ারটেল, রিলায়েন্স জিও , ভোডাফোন (Photo Credits: Twitter)

৩৩৬ দিনের ভ্যালাডিটির নতুন রিচার্জ প্ল্যান নিয়ে এল রিলায়েন্স জিও (Reliance Jio)। ২,১২১ টাকার এই প্ল্যানে প্রতিদিন দেড় জিবি হাইস্পিড ডেটা (High-Speed Data) পাওয়া যাবে। এছাড়া জিও থেকে জিও এবং ল্যান্ডলাইনে আনলিমিটেড ভয়েস কলিং-র সুবিধা রয়েছে। গত ডিসেম্বরে ২,০২০ টাকার একটি প্ল্যান এনেছিল জিও। তাতেও মূলত একই রকমের সুবিধা ছিল। তবে মেয়াদ ছিল ৩৬৫ দিনের।

২,১২১ প্রিপেইড রিচার্জ প্ল্যানের বিস্তারিত তথ্য:

  • ২,১২১ টাকার জিও প্রিপেইড রিচার্জ প্ল্যানটির মেয়াদ ৩৩৬ দিন
  • প্রতিদিন দেড় জিবি হাই-স্পিড ডেটা
  • জিও থেকে জিও, জিও থেকে ল্যান্ডলাইনে আনলিমিটেড কল
  • জিও থেকে অন্য অপারেটরের নম্বরে কলের জন্য ১২,০০০ মিনিট
  • প্রতিদিন ১০০ এসএমএস
  • এছাড়া JioTV, JioCinema, এবং JioNews এর সাবস্ক্রিপশন  আরও পড়ুন: Larry Tesler Passes Away: প্রয়াত কাট, কপি-পেস্টের উদ্ভাবক লরি টেসলার

নতুন ২,১২১ টাকার প্ল্যান আনার পরই জিও ২,০২০ টাকার প্ল্যানটি সরিয়ে নিয়েছে। এই প্ল্যানটি হ্যাপি নিউ ইয়ার অফারের আওতায় চালু করা হয়েছিল। ২,০২০ প্রিপেইড রিচার্জ প্ল্যানে প্রতিদিন দেড় জিবি হাই-স্পিড ডেটা, সীমাহীন জিও-টু-জিও এবং ল্যান্ডলাইন কল এবং ৩৫৬ দিনের জন্য প্রতিদিনের ভিত্তিতে ১০০ এসএমএসর সুবিধা পাওয়া যেত।