নয়াদিল্লি, ৮ জুলাই: টিকটকের উপর কেন্দ্রের নিষেধাজ্ঞা জারির পর অন্তরালে টিকটক-স্টারেরা। ১৫ সেকেন্ডের সেই মজাদার-ক্রিয়েটিভ ভিডিও সচরাচর চোখে পড়ে না এখন আর সোশ্যাল মিডিয়ায়। লকডাউন টিকটকের ব্যবহারটা যেন বেশ কিছুটা বাড়িয়ে তুলেছিল। দিন-রাত বাড়িতে থাকার বিরক্তি থেকে মুক্ত হতে টিকটকের ব্যবহারটা বেশ কিছুটা বেড়ে গেছিল। কিছুদিনের বিরতি নিয়ে আবার সোশ্যাল মিডিয়ায় ১৫ সেকেন্ডের ভিডিও তৈরির সুযোগ আসছে। তবে টিকটক নয়, ইনস্টাগ্রামেই আসছে রীল বলে একটি অপশন। সেই ইনস্টাগ্রাম রীল মারফত ছোট ছোট ভিডিও তৈরি করা যাবে, একাধিক ক্লিপ জুড়ে এডিট করে সোশ্যাল মিডিয়াতে সেটি পোস্টও করা যাবে।
ফেসবুক ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট তথা ম্যানেজিং ডিরেক্টর অজিত মোহন বলেন, "বিনোদন জগতের একটি নতুন দিক খুলে যেতে চলেছে। ক্রিয়েটিভিটি দেখানোর জায়গা থাকবে এতে। ইনস্টাগ্রাম রীলে একাধিক ক্রিয়েটিভ ফর্মাট থাকবে। যেভাবে নিজেকে দেখতে ভালবাসবেন, সেভাবেই দেখা যাবে।" বিশ্বজুড়ে ১ বিলিয়ন মানুষ ইনস্টাগ্রাম ব্যবহার করেন। ইতিমধ্যেই ইনস্টাগ্রামে ফিড, স্টোরিজ, আইজিটিভি এবং লাইভের অপশন রয়েছে। এছাড়া রীল মারফত ১৫ সেকেন্ডের যে ভিডিও তৈরি করা যাবে, তাতে অডিও, এফেক্ট-সহ একাধিক ক্রিয়েটিভ টুল রয়েছে। আরও পড়ুন: Free Foodgrain For Five Months: আরও ৫ মাস রেশনে বিনামূল্যে অতিরিক্ত খাদ্যশস্য দেওয়ার সিদ্ধান্ত সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার