Free Foodgrain For Five Months: আরও ৫ মাস রেশনে বিনামূল্যে অতিরিক্ত খাদ্যশস্য দেওয়ার সিদ্ধান্ত সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার
কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর। File Image | (Photo Credits: PTI)

নতুন দিল্লি, ৮ জুলাই: প্রধানমন্ত্রী গরিব কল্য়াণ অন্ন যোজনার আওতায় বিনামূল্যে যে অতিরিক্ত খাদ্যশস্য (foodgrain) দেওয়া হচ্ছে তা আরও ৫ মাস বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় মন্ত্রিসভা (Cabinet)। জুলাই থেকে নভেম্বর মাস পর্যন্ত পাওয়া যাবে অতিরিক্ত খাদ্যশস্য। আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকশ জাভড়েকর (Prakash Javadekar)।

জাভড়েকর বলেন, "এ পর্যন্ত এপ্রিল মাসে প্রায় ৭৪.৩ কোটি মানুষকে অতিরিক্ত খাদ্যশস্য দেওয়া হয়েছে। মে মাসে পেয়েছেন ৭৪.৭৫ কোটি। এবং জুনে পেয়েছেন ৬৪.৭২ কোটি।" মন্ত্রী জানান, উজ্বলা যোজনার সুবিধা গ্রহণের জন্য সময়সীমা তিনমাস বাড়ানোর অনুমোদন দিয়েছে ক্যাবিনেট। ১ জুলাই তা থেকে কার্যকর হবে। আরও পড়ুন: Kulbhushan Jadhav Case: মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনার জন্য আবেদন করতে রাজি নন কুলভূষণ যাদব, দাবি পাকিস্তানের

জভড়েকর বলেন, "প্রধানমন্ত্রীর গরিব কল্যাণ যোজনার জন্য লক্ষ্য হচ্ছে মহামারীর কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দরিদ্র ও দুর্বলদের সুরক্ষা প্রদান।"