Paytm FASTag: RBI-এর নয়া নির্দেশে ভোগান্তি, পুরনো পেটিএম ফাস্ট্যাগটি কীভাবে বন্ধ করবেন? নতুনই বা কিনবেন কী করে? জানুন
Paytm FASTag (Photo Credits: Wikimedia Commons)

Paytm FASTag: টোল প্লাজায় ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে টাকা পেমেন্টের ক্ষেত্রে ব্যবহার হয় ফাস্ট্যাগ। দেশজুড়ে এক কোটিরও বেশি মানুষ এই ফাস্ট্যাগ ব্যবহার করে থাকেন। তবে দিন কয়েক আগে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) তরফে জানানো হয়, ২৯ ফেব্রুয়ারির পর থেকে ব্যবহারকারীরা আর FASTag ব্যবহার করতে পারবেন না। ফাস্ট্যাগটি পেটিএমের (Paytm) সঙ্গে লিঙ্ক করা থাকলে তো আরও সমস্যায় পড়বেন ব্যবহারকারীরা। NHAI-এর নতুন নিয়ম অনুসারে, পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের ( Paytm Payments Bank) বিভিন্ন পরিষেবা ধীরে ধীরে রিজার্ভ ব্যাঙ্কের নিষেধাজ্ঞা অনুযায়ী বন্ধ হয়ে যাবে। আর সেই কারণে পেটিএম ওয়ালেটের মত FASTag-এর পরিষেবাও বন্ধ হয়ে যাবে। তবে পেটিএমকে খানিক স্বস্তি দিয়ে সেই সময়সীমা কিছুটা বাড়াল আরবিআই (Reserve Bank of India)। জানানো হয়েছে, ২৯ ফেব্রুয়ারি নয়, ১৫ মার্চের পর পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক থেকে কেনা ফাস্ট্যাগ ব্যবহার করা যাবে না। তাই কেন্দ্রীয় ব্যাঙ্কের তরফে আম জনতাকে Paytm পেমেন্টস ব্যাঙ্ক (PPBL) ছাড়া ৩২টি অনুমোদিত ব্যাঙ্ক থেকে FASTags কেনার পরামর্শ দেওয়া হয়েছে।

আপনার পুরনো Paytm FASTag টি কীভাবে বন্ধ করবেন জানুন...

প্রথম পদ্ধতিঃ

1800-120-4210 নম্বরে ফোন করুন

আপনার মোবাইল নম্বর উল্লেখ করুন যা দিয়ে FASTag নিবন্ধিত করেছিলেন।

এরপর যানবাহন নিবন্ধন নম্বর (VRN) বা ট্যাগ আইডি অন্তর্ভুক্ত করুন।

Paytm-এর গ্রাহক সহায়তা এজেন্ট লাইনে এলে তাঁকে জানান পুরনো ফাস্ট্যাগটি আপনি বন্ধ করতে চান।

দ্বিতীয় পদ্ধতিঃ

Paytm অ্যাপটি খুকে নিজের প্রোফাইলে ক্লিক করুণ।

'হেল্প অ্যান্ড সাপোর্ট' এ ক্লিক করুন।

'ব্যাঙ্কিং পরিষেবা এবং অর্থপ্রদান' বিভাগের অধীনে 'FASTag' নির্বাচন করুন।

এরপর 'Chat with us'এ ক্লিক করুণ।

এক্সিকিউটিভকে অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় করতে বলুন তাহলেই প্রক্রিয়াটি সম্পন্ন হবে।

 

নতুন FASTag কিনবেন কীভাবে জানুন...

'My FASTag' অ্যাপ ডাউনলোড করুণ।

'Activate FASTag' এ ক্লিক করুন।

এরপর Amazon বা Flipkart নির্বাচন করুন।

FASTag ID লিখুন এবং আপনার গাড়ির বিবরণ দিন।

তারপর এটি সক্রিয় করা হবে।

এছাড়া এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্ক, এলাহাবাদ ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদা, এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, আইডিবিআই ব্যাঙ্ক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং ইয়েস ব্যাঙ্ক সহ অনুমোদিত ব্যাঙ্কগুলো থেকে FASTags কেনা যেতে পারে।