প্রতীকী ছবি (Photo credits: Facebook/Fitbit)

ওয়াশিংটন, ২ নভেম্বর: প্রযুক্তিপণ্যের বাজারে অ্যাপলকে (Apple) ধরতে চাইছে গুগল (Google)। এ লক্ষ্যে প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ফিটবিটকে (Fitbit) কেনার ঘোষণা করেছে তারা। শুক্রবার ২১০ কোটি মার্কিন ডলারে ফিটবিটকে কেনার বিষয়টি দুই প্রতিষ্ঠানের পক্ষ থেকেই ঘোষণা করা হয়। একটি ব্লগ পোস্টে এই খবর ঘোষণার করে গুগলের ডিভাইস এবং পরিষেবা বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রিক ওস্টারলোহ (Rick Osterloh) বলেছেন যে ফিটবিট কেনার সিদ্ধান্তে ওয়্যার অপারেটিং সিস্টেম (Wear OS) ব্যবসায় আরও বেশি বিনিয়োগের পাশাপাশি 'মেড বাই গুগল' ডিভাইস বাজারে আনার একটি সুযোগ রয়েছে।" সার্চ বা অনুসন্ধানের ক্ষেত্রে বিশ্বের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান গুগল হার্ডওয়্যার খাতে নিজেদের অবস্থান শক্ত করতে চাইছে। অন্যদিকে অ্যাপলের মতো প্রযুক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে টিকে থাকতে লড়াই করতে হচ্ছে ফিটবিটকে।

এই চুক্তির আওতায় ফিটবাইট নিজেই গুগলে যোগ দেবে। অর্থাৎ মালিকানা পুরোটাই গুগলের হাতে থাকবে। যেভাবে নেস্টের সঙ্গে গুগলের বর্তমান চুক্তি রয়েছে। ফিটবিটের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান আধিকারিক জেমস পার্ক বলেন, "আমরা বিশ্বস্ত একটি ব্র্যান্ড তৈরি করেছি। যা বিশ্বের ২ কোটি ৮০ লাখ সক্রিয় ব্যবহারকারীর জীবনযাপনের সঙ্গী হয়েছে। আমাদের মিশন এগিয়ে নিতে গুগল আদর্শ সহযোগী। পরিধানযোগ্য প্রযুক্তিপণ্যের বাজারে ফিটবিট তাদের উদ্ভাবনের গতি বাড়াতে পারবে এবং সবার কাছে পৌঁছোবে। ভবিষ্যতের কথা ভেবে আমরা রোমাঞ্চিত।" গুগলের ডিভাইস ও সার্ভিস বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রিক অস্টারলোহ বলেন, "সেরা হার্ডওয়্যার, সফটওয়্যার ও এআইকে একত্র করে পরিধানযোগ্য প্রযুক্তিপণ্য তৈরি করে সারা বিশ্বের মানুষের জন্য আনা হবে। আরও পড়ুন: WhatsApp Refuted Gov's Allegation: 'মে মাসেই আড়ি পাতার বিষয়ে জানানো হয়', কেন্দ্রীয় সরকারের দাবি খারিজ হোয়াটসঅ্যাপের

পরিধানযোগ্য প্রযুক্তিপণ্য জনপ্রিয় করার পেছনে ফিটবিটের ভূমিকা অন্যতম। তবে কয়েক বছর ধরে প্রতিযোগিতার মুখে পড়ে পিছিয়ে পড়ছিল প্রতিষ্ঠানটি। চলতি বছরের এপ্রিল থেকে জুন, এই তিন মাসে বাজারে চতুর্থ স্থানে নেমে গেছিল ফিটবিট। বাজারে প্রথম তিনটি স্থান দখল করেছে যথাক্রমে শাওমি, অ্যাপল ও হুয়াওয়ে। ২০১৭ সালে প্রথম স্মার্টওয়াচ বাজারে আনে ফিটবিট। তবে অ্যাপল ওয়াচের কারণে পিছিয়ে পড়ে তারা। তাই এখন তারা হার্ডওয়্যার খাতেও নিজেদের অবস্থান শক্ত করতে আগ্রহ দেখাচ্ছে।