দিল্লি, ৭ ফেব্রুয়ারি: এবার থেকে বিদেশে গেলেও আপনি ফোন পে-র (Phone Pe) মাধ্যম আর্থিক লেনদেন করতে পারবেন। ইউপিআই ইন্টারন্যাশনাল পেমেন্টের মাধ্যমে মধ্যপ্রাচ্য, সিঙ্গাপুর, মরিশাস, নেপাল. ভূটানে আর্থিক লেনদেন করতে পারবেন যে কোনও ভারতীয় (Indian)। স্থানীয় QR Code স্ক্যান করেই ফোন পে-র মাধ্যমে আন্তর্জাতিকস্তরে যে কোনও ভারতীয় আর্থিক লেনদেন করতে পারবেন বলে জানা যাচ্ছে। তবে শুধুমাত্র ফোন পে-র মাধ্যমেই আপনি বিদেশে গিয়ে ইউপিআই লেনদেন করতে পারবেন। পেটিএমের মাধ্যমে এমন কোনও সুযোগ থাকছে না বলে খবর।
গত ৬ বছর ধরে এই প্রচেষ্টা চালানো হচ্ছিল। ভারতীয়রা মধ্যপ্রাচ্য, সিঙ্গাপুর, নেপাল, ভূটানে গেলে যাতে ফোন পে ব্যবহার করতে পারেন আর্থিক লেনদেনের ক্ষেত্রে, তেই প্রচেষ্টা চালানো হচ্ছিল বলে জানান সংস্থার কর্ণধর রাহুল ছারি।
আরও পড়ুন: Safety Tips For Online Payment: অনলাইনে লেনদেন? বিপদ এড়াতে রইল ৫ টি উপায়
সবকিছু মিলিয়ে ইউপিআই পেমেন্টের ক্ষেত্রে বিদেশের মাটিতে ভারতীয়রা এই ধরনের সুযোগ পেতে চলেছেন বলে আপ্লুত সাধারণ নাগরিক।