Goldman Sachs (Photo Credits: Twitter)

নয়া দিল্লি, ১৭ জানুয়ারিঃ কর্মী ছাঁটাইয়ের পথে নামছেন বিশ্বব্যাপী বিনিয়োগ সংস্থা গোল্ডম্যান স্যাক্স (Goldman Sachs)। প্রায় ৩০০০ এর বেশি কর্মীকে সংস্থানহারা করতে চলেছে গোল্ডম্যান। সংস্থার কর্তৃপক্ষের তরফে গত সপ্তাহেই কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে (Goldman Sachs Layoffs)।  শুরু অ্যামাজনের কর্মী ছাঁটাই, অফিসেই কান্নায় ভেঙে পড়লেন কর্মচারীরা

গত সপ্তাহে গোল্ডম্যান স্যাক্সের সিইও ডেভিড সলোমন নিউ ইয়র্কের হেডকোয়াটারে একটি জরুরি মিটিং ডাকেন। কর্মীদের ইমেল মারফৎ মিটিংয়ের খবর দেওয়া হয়। মিটিংয়ের জন্যে কনফারেন্স রুমে পৌঁছাতেই কর্মীদের মাথায় আকাশ ভেঙে পড়ে। ম্যানেজারের মুখে কর্মীরা জানতে পারেন, সংস্থা থেকে তাঁদের ছাঁটাই করা হবে (Goldman Sachs Layoffs)। কর্মী ছাঁটাই অভিযান শেয়ার চ্যাটে, কাজ হারাবেন ২০% কর্মী

গোল্ডম্যান স্যাক্সের মুখপাত্র নিশ্চিত করেছে কর্মী ছাঁটাইয়ের সংবাদ (Goldman Sachs Layoffs)। মুখপাত্র জানান, সংস্থার কর্মীদের কাছে এটি একটা কঠিন সময়। সংস্থার সকল কর্মীদের কাছে আমারা কৃতজ্ঞ যাদের সহায়তা আজ আমরা এখানে দাঁড়িয়ে আছি। ছাঁটাই করা কর্মীদের অন্যত্র স্থানান্তরে আমারা যথাসাধ্য চেষ্টা করব’।

বিশ্বব্যাপী বিনিয়োগ সংস্থা গোল্ডম্যান স্যাক্সে বহু ভারতীয় কর্মরত রয়েছেন। তাই সংস্থার কর্মী ছাঁটাইয়ের (Goldman Sachs Layoffs) সিদ্ধান্তের ফলে ভারতীয় কর্মীদের ঘাড়েও ঝুলছে ছাঁটাইয়ের খাঁড়া।