Ford Motors Layoffs: খরচ কমানোর চেষ্টা, ৩ হাজার ৮০০ জন কর্মী ছাঁটাই করবে ফোর্ড মোটরস

লন্ডন: বড় বড় তথ্যপ্রযুক্তি সংস্থাগুলি আগেই কর্মী ছাঁটাই শুরু করেছিল। আর তারপর সেই পথে হাঁটছিল অন্য ক্ষেত্রের বড় কোম্পানিগুলোও। এবার কর্মী ছাঁটাই (Layoffs) করার সিদ্ধান্ত নিল বিশ্বখ্যাত সংস্থা ফোর্ড মোটরসও (Ford Motors)।

বুধবার রাতে সংবাদ সংস্থা আইএএনএস (IANS) সূত্রে জানা গেছে, আগামী তিন বছরের মধ্যে ইউরোপে (Europe) ৩ হাজার ৮০০ জনের বেশি কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা নিয়েছে সংস্থার কর্তৃপক্ষ। ব্যবসাটি (business) নতুন করে সাজাতে (restructure) ও কম খরচে বেশি মুনাফা করতেই (Competitive cost structure) তাদের এই সিদ্ধান্ত বলে তারা ঘোষণা করেছে।