Fact Check: ধোনির জন্য ৩ ঘণ্টায় ৩.৬ মিলিয়ন ডাউনলোড, ভাইরাল ট্যুইট কি ভুয়ো? দেখুন
M S Dhoni Tweet (Photo Credit: Twitter)

বিমানে সফররত এম এস ধোনি ক্যান্ডি ক্রাস সাগা খেলছেন। এমনই একটি ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হয়ে যায়। যেখানে ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ককে ক্যান্ডি ক্রাস সাগা নামে একটি অনলাইন গেমস খেলতে দেখা যায়। এরপরই ক্যান্ডি ক্রাস সাগা অফিসিয়াল নামে একটি ট্যুইটার হ্যান্ডেলের তরফে দাবি করা হয়, ধোনির জন্য তাদের ৩ ঘণ্টায় ৩.৬ নয়া ডাউনলোড হয়েছে। যে দাবি প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়। সেই সঙ্গে শুরু হয় জোর চর্চা। তবে ক্যান্ডি ক্রাস সাগার অফিসিয়াল পেজের তরফে এমন কোনও ভিডিয়ো পোস্ট করা হয়নি বলে জানা যায়। অর্থাৎ এম এস ধোনিকে নিয়ে যে ট্যুইট করা হয়, তা ভুয়ো বলে জানা যায়।

দেখুন...

 

এই ট্যুইটার হ্যান্ডেল থেকেই দাবি করা হয়, ধোনির জন্য তাঁদের ৩ ঘণ্টায় ৩.৬ মিলিয়ন ডাউনলোড হয়েছে...