Facebook Fined: ইউরোপের ইউজারদের তথ্য বিক্রির দায়ে ফেসবুককে ১৩০ কোটি ডলার জরিমানা
Facebook (Photo Credit: Pixabay)

ইউজারদের তথ্য চুরি করে মোটা অর্থ রোজগার করে ফেসবুক (Facebook)। এমন অভিযোগ দীর্ঘদিনের, অনেকের। এবার সেই ইউজারদের তথ্য মোটা অর্থে বিক্রি করার দায়ে বড় আর্থিক জরিমানার মুখে পড়তে হলে ফেসবুকের পেরেন্ট কোম্পানি মেটা (Meta)- কে।

ইউরোপিয়ান ইউনিয়নের (EU) গোষ্ঠীবদ্ধ দেশগুলির ফেসবুক ব্য়বহারকারীদের তথ্য মার্কিন যুক্তরাষ্ট্রে বিক্রির দায়ে মার্ক জুকেরবার্গের মেটা-কে ১.৩ বিলিয়ন বা ১৩০ কোটি মার্কিন ডলার শাস্তি দেওয়া হল।

দেখুন টুইট

ফেসবুক লগ ইনে, সাইন আপ, ব্যবহার করার সময় ইউজারদের তথ্য দিতে হয়, সঙ্গে ব্রাউজিং হিস্ট্রি থেকেও মেলে তথ্য়। সেই তথ্য মোটা অর্থে বিক্রি করে ফেসবুক। এমনটা প্রমাণ হয়েছে ইইউয়ের তদন্তে।