নতুন দিল্লি, ৬ নভেম্বর: আগামীকাল শনিবার PSLV-C49 রকেটে চাপিয়ে EOS01 নামের ভারতের পর্যবেক্ষণ স্যাটেলাইন মহাকাশ পাঠাবে ইসরো (ISRO)। এছাড়াও ৯টি অন্য স্যাটেলাইটও মহকাশে পাঠানো হবে একই রকটে চাপিয়ে। এই নটির মধ্যে তিনটি স্যাটেলাইট অন্য দেশের। চেন্নাইয়ের নিকটবর্তী শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেশ সেন্টার থেকে PSLV-C49 উৎক্ষেপণ করা হবে ভারতীয় সময় দুপুর ৩টে বেজে ২ মিনিটে। আজ দুপুর ১টা বেজ ২ মিনিট থেকে যার কাউন্টডাউন শুরু হয়েছ বলে জানিয়েছে ইসরো।
পিএসএলভি তার ৫১ তম মিশনে ভারতের EOS01 স্যাটেলাইট ছাড়াও অন্য দেশের মালিকানাধীন ৯টি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে। ৯টির মধ্যে ৪টি অ্যামেরিকার, ৪টি লাক্সেমবার্গে এবং ১টি লিথুয়ানিয়ায়। আরও পড়ুন: WhatsApp Pay: হোয়াটসঅ্যাপ চ্যাটের মাধ্যমে বন্ধুকে টাকা পাঠাতে চান? জেনে নিন এই ৫টি গুরুত্বপূর্ণ বিষয়
EOS01 স্যাটেলাইট একটি কৃষি পর্যবেক্ষণ বাহন, যা কৃষি, বনাঞ্চল রক্ষা ও প্রাকতিক দুর্যোগ মোকাবিলায় ব্যবহার করা যাবে। স্যাটেলাইটটি দিন এবং রাতে উভয় সময়েই ছবি তুলতে পারে এবং নজরদারি এবং অসামরিক ক্রিয়াকলাপের জন্য কার্যকর।