আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের সংস্থা চ্যাট জিপিটির সিইও পদ থেকে পদত্যাগ করলেন স্যাম অল্টম্যান।শুক্রবার ওয়াশিংটন পোস্টের তরফ থেকে জানা গেছে যে সংস্থার সিইও পদ থেকে পদত্যাগ করেছেন তিনি। তাঁর এই পদত্যাগের ঘটনা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে প্রযুক্তি বিশ্বে ।
শুক্রবার একটি ব্লগ পোস্টে ওপেন এআই বোর্ডের তরফে জানানো হয়েছে যে সংস্থাকে পরিচালনা করার ক্ষেত্রে স্যাম অল্টম্যানের মধ্যে আত্মবিশ্বাসের অভাব রয়েছে।
সংস্থার পর্যালোচনার মাধ্যমে উঠে এসেছে এক তথ্য যেখানে জানা গেছে বোর্ডের সঙ্গে ভালভাবে যোগাযোগ রাখছিলেন না স্যাম অল্টম্যান।
বর্তমানে মুখ্য টেকনলোজি অফিসার মীরা মারুতী অর্ন্তবর্তীকালীন সিইও হিসেবে দায়িত্ব সামলাবেন বলে জানা গেছে।
ব্লগ পোস্টের মধ্যে জানা গেছে যে কোম্পানির সহ প্রতিষ্ঠাতা গ্রেগ বকম্যান সংস্থার চেয়ার থেকে পদত্যাগ করেছেন। তবে চেয়ার থেকে পদত্যাগ করলেও সংস্থার সঙ্গে তিনি থাকবেন বলে জানা গেছে।
প্রাথমিকভাবে একটি স্বেচ্ছাসেবী সংস্থা হিসেবে তৈরী হলেও ধীরে ধীরে বেড়ে উঠতে থাকে ওপেন এআই। তবে ২০১৯ সালে মাইক্রোসফটের কাছ থেকে বিপুল পরিমান আর্থিক সহায়তা পাওয়ার পর আর ফিরে তাকাতে হয়নি এই সংস্থাকে।
Sam Altman, CEO of ChatGPT-maker OpenAI ousted by company board
Read @ANI Story | https://t.co/ag5Z0hKqTN#SamAltman #ChatGPT #OpenAI pic.twitter.com/HW2moygr1Q
— ANI Digital (@ani_digital) November 17, 2023