ভারতের সবচেয়ে বড় বোতলজাত জলের ব্র্যান্ড বিসলেরি বিক্রি হচ্ছে না বলে জানিয়েছেন বর্তমান মালিক ৩৭ বছর বয়সী জয়ন্তী চৌহান। তিনি জানিয়েছেন, এই সংস্থা বিক্রির কোনও পরিকল্পনা নেই তাঁর। দ্য মিন্টের খবর অনুসারে, তিনি জানিয়েছেন দুই বছরে তিনি বিক্রি দ্বিগুন পরিকল্পনা করছেন। ২০২৩ অর্থবর্ষে তাঁদের আয় ২৩০০ কোটি। তাঁদের আশা ২০২৫ অর্থবর্ষে আয় ৫০০০ কোটি টাকা আয়ের। মার্চের শেষে বিসলেরির চেয়্যারম্যান রমেশ চৌহান জানিয়েছিলেন, এই সংস্থা বিক্রির কোনও পরিকল্পনা নেই তাঁর। চেয়ারম্যান আরও বলেন, ব্যবসা বিক্রির জন্য তিনি কোনো পক্ষের সঙ্গে আলোচনা করছেন না। টাটা কনজ্যুমার প্রোডাক্টস লিমিটেড বিসলেরির সঙ্গে তাদের আলোচনা বাতিল করার কয়েকদিনের মধ্যেই তিনি একথা জানান।
#India's largest bottled water brand @BisleriZone is "not selling", said Jayanti Chauhan, the 37-year-old heir to the business that her father founded, in an interview with Mint's @suneeratweets. https://t.co/8OWiqI15zV
— Mint (@livemint) June 8, 2023
৮২ বছর বয়সী এই ব্যবসায়ী থেকে উত্তর দায়িত্ব সূত্রে তাঁর মেয়ে এখান থেকে কোম্পানিকে নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত সেটি এই সিদ্ধান্ত থেকে ধারণা করা যাচ্ছে। গত বছর নভেম্বরে বিসলেরি যখন টাটার সঙ্গে কথা চালিয়ে যায়, তখন রমেশ চৌহান বলেছিলেন, তাঁর মেয়ে জয়ন্তী এই ব্যবসার নেতৃত্ব দিতে আগ্রহী না হওয়ায় কাউকে না কাউকে এই ব্যবসা সামলাতে হবে এবং বিষয়টি খতিয়ে দেখতে হবে।