বর্তমানে উইন্ডোজের পাশাপাশি ম্যাক অপারেটিং সিস্টেমের ব্যবহারও বেড়েছে। সহজেই ব্যবহার এবং নিত্য নতুন বৈশিষ্ট্যের জেরে সবার কাছেই এখন ম্যাক কম্পিউটার এখন জনপ্রিয়। এর পাশাপাশি ম্যাককে অন্যন্য অপারেটিং সিস্টেমের তুলনায় অনেক বেশি নিরাপদ মনে হয়।
তবে এবার সেই ম্যাক থেকেও চুরি যেতে পারে তথ্য। সম্প্রতি সাইবেল রিসার্চ এন্ড ইন্টেলিজেন্স ল্যাব (CIBL) এর তরফে একটি টেলিগ্রাম চ্যানেলের সন্ধান পাওয়া গেছে। যেখানে এই ভাইরাসটির বিবরন দেওয়া হয়েছে। যার নাম অ্যাটমিক ম্যাক ওএস স্টিলার(Atomic Macos Stealer)। যা শুধুমাত্রই ডিজাইন করা হয়েছে ম্যাক অপারেটিং সিস্টেম থেকে তথ্য চুরি করার জন্য। তবে এই ম্যালওয়্যারটি ব্যবহারের ক্ষেত্রে প্রতিমাসে দিতে হবে ১০০০ ডলার।
এই ভাইরাস ম্যাকের কিচেইন, পাসওয়ার্ড, সম্পূর্ণ সিস্টেমের তথ্য, ফাইল সহ সব কিছু বের করে নিতে সক্ষম। নতুন এই ভাইরাসের আগমনে এবার যথেষ্ট চিন্তায় পড়তে পারেন ম্যাক ব্যবহারকারীরাও।
Threat actors are selling a new malware called Atomic macOS Stealer (AMOS) on the #Telegram channel to target macOS platforms, which is capable of extracting autofill information, passwords, wallets, and more. pic.twitter.com/cGhcJ2Dnnb
— IANS (@ians_india) May 1, 2023