অ্যাপল অফিসিয়ালি ভারতে লঞ্চ করল AirPods Max ওভার ইয়ার হেডফোন। ১৫ ডিসেম্বর থেকে অ্যাপল স্টোর থেকে কিনতে পারবেন আপনিও এই আকর্ষণীয় জিনিসগুলি। AirPods Max পাওয়ার্ড বাই অ্যাপলের H1 Headphone চিপসেট। অ্যাপলের একেবারে নতুন AirPods Max-র ফিচারে রয়েছে অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন ফিচার, ট্রান্সপারেসি মোড, অ্যাডাপটিভ ইকিউ এবং ডায়নামিক হেড ট্র্যাকিং-সহ স্পেটিয়াল অডিও ।
নতুন এই হেডফোনে রয়েছে নয়েজ কন্ট্রোল বোতাম, যা দিয়ে আপনি অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন এবং ট্রান্সপেরাসি মোডের মধ্যে বদলাতে সাহায্য করবে। Apple AirPods Max একবার চার্জ দিলেই চলবে টানা ২০ ঘণ্টা পর্যন্ত। এবার আসা যাক দামে, Apple AirPods Max-র দাম ধার্য হয়েছে ৫৯,৯০০ টাকা।