নয়াদিল্লি: রিলায়েন্স জিও-র পর এয়ারটেলও তাদের রিচার্জ প্ল্যানে দাম বৃদ্ধি করেছে। শুক্রবার এয়ারটেল জনিয়েছে, আগামী ৩ জুলাই থেকে রিচার্জে দাম বৃদ্ধি পাবে। এয়ারটেল একটি বিবৃতি জারি করে জানিয়েছে, আনলিমিটেড ভয়েস প্ল্যানে এয়ারটেল মূল্য বাড়িয়েছে, ১৭৯ টাকা থেকে ১৯৯ টাকা, ৪৫৫ টাকা থেকে ৫০৯ টাকা এবং ১৭৯৯ টাকা থেকে ১৯৯৯ টাকায় পাওয়া যাবে। ভারতের অন্যতম বৃহৎ টেলিকম সংস্থা আরও জানিয়েছে, এনট্রি লেভেলের প্ল্যানগুলিতে দিন প্রতি ৭০ পয়সারও কম মূল্যবৃদ্ধি হয়েছে। মানুষের পকেটের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দেখুন
Airtel hikes tariffs between 11-21 percent on different voice and data plans
Read @ANI Story | https://t.co/yWdzoyGUby#Airtel #TariffHike pic.twitter.com/AsEpu9VIeX
— ANI Digital (@ani_digital) June 28, 2024
দেখুন
Airtel announces revised mobile tariffs. These prices apply to all circles, including Bharti Hexacom Ltd. Circles. The new tariffs for all Airtel plans will be available on https://t.co/jASVh3skYf. in starting July 3rd, 2024. pic.twitter.com/3GL5vTF1xr
— ANI (@ANI) June 28, 2024