আরোগ্য সেতু অ্যাপ (Photo Credits: IANS)

নতুন দিল্লি, ৬ মে: করোনাভাইরাস ট্র্যাকিং (COVID-19 Tracing) অ্যাপ আরোগ্য সেতু (Aarogya Setu App) থেকে কোনও তথ্য ফাঁস হয় না। এছাড়া এই অ্যাপ ব্যবহারকারীদের সুরক্ষা (Security Breach) ঝুঁকিত নেই। ফ্রান্সের এথিক্যাল হ্যাকারের দাবির উত্তরে বুধবার এই দাবি করল আরোগ্য সেতু অ্যাপ টিম। মঙ্গলবার ইলিয়ট অল্ডারসন (Elliot Alderson) নামে এক ফরাসি এথিক্যাল হ্যাকার দাবি করেন, আরোগ্য সেতুতে ৯ কোটি ভারতীয়র লোকেশনের মত ব্যক্তিগত তথ্য সংরক্ষিত রয়েছে। যে কোনও সময় কোন‌ও হ্যাকার হাতিয়ে নিতে পারে এই তথ্যগুলি। সেই সঙ্গে “রাহুল গান্ধী ঠিক বলেছিলেন,” লেখা হয় টুইটে। এর পরেই সরকারি অ্যাপটির সুরক্ষা নিয়ে প্রশ্ন তোলেন ব্যবহারকারীরা। কিন্তু বুধবার সকালেই এর প্রত্যুত্তরে বিবৃতি জারি করল কেন্দ্র।

বুধবার সকালে এর উত্তরে আরাগ্য সেতু অ্যাপ টিম জানিয়েছে, অ্যপটি অত্যন্ত সুরক্ষিত পদ্ধতিতে এনক্রিপটেড সার্ভারে সংরক্ষিত থাকে ব্যবহারকারীদের তথ্য। আরোগ্য সেতু অ্যাপ থেকে তথ্য ফাঁসের কোনও ভয় নেই। অ্যাপ ব্যবহারকারীর কোনও ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যাওয়ার কোনও প্রমাণ ফরাসি হ্যাকার দিতে পারেনি বলেও জানিয়েছে টিম। আরও পড়ুন: Popular Google Doodle Games: Google ডুডলের জনপ্রিয় গেম লটেরিয়া আজ ইউজারের নাগালে, বাড়িতে থেকেই উপভোগ করুন

তবে সরকারের উত্তরে খুব একটা সন্তুষ্ট নয় হোয়াইট হ্যাট। টুইট করে তিনি বলেন, "তোমরা বলছো এটায় দেখার মত কিছু নেই। আমি দেখব বিষয়টা। আগামীকাল আবার এ বিষয়ে আবারও ফিরব।"