4 Hour Delay Likely In First UPI Transfer: প্রথম UPI ট্রান্সফারে দেরি হতে পারে ৪ ঘণ্টা
UPI Photo Credit: File Image

দিল্লি, ২৮ নভেম্বর: জালিয়াতি রোধে নয়া পদক্ষেপ। অনলাইন ট্রান্সফারে জালিয়াতি রোধে এবার ২ হাজার টাকার নোটের উপর বেশ কিছুটা বিলম্ব হতে পারে। ২ হাজার টাকা ট্রান্সফারে এবার ৪ ঘণ্টা করে সময় লাগতে পারে।  জালিয়াতি রোধ করতেই এমন ব্যবস্থা। ডিজিটাল পেমেন্টে জালিয়াতি রুখতে কেন্দ্রীয় সরকারের তরফে এই ধরনের ব্যবস্থা করা হচ্ছে বলে খবর। ইন্ডিয়ান এক্সপ্রেসের তরফে প্রকাশ্যে এসেছে এমনই একটি খবর। সাইবার নিরাপত্তায় যাতে কোনও ধরনের ঘাটতি না থাকে, তার জন্যই এই  ধরনের পদক্ষেপ করা হতে পারে বলে খবর।

যদি নয়া নিয়ম লাগু হয় তাহলে পরিমাপটি তাৎক্ষণিক অর্থপ্রদান পরিষেবা (IMPS), রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (RTGS) এবং এমনকি ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস (UPI) এর মাধ্যমে ডিজিটাল পেমেন্টের একটি বিস্তৃত  পরিসর এর আওতাভুক্ত হতে পারে বলে খবর।