Zhang Zhijie

ইন্দোনেশিয়ায় আয়োজিত এক আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলা চলাকালীন কোর্টে পড়ে যাওয়ার পর মারা গেলেন চিনের ১৭ বছরের এক ব্যাডমিন্টন খেলোয়াড়। য়োগাকার্তা-য় আয়োজিত এশিয়ান জুনিয়র ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে জাপানের কাজুমা কাওানো-র বিরুদ্ধে খেলতে নেমেছিলেন চিনের ঝাং ঝিজি। ম্যাটে বেশ লড়াই চলছিল। কিন্তু প্রথম গেমে যখন দুজনের স্কোর ১১-১১, তখনই কোর্টে মাথা ঘুরে মাটিতে পড়ে যান চিনের ১৭ বছরের সেই প্রতিশ্রুতিমান শাটলার। এরপর কোর্ট ঢুকে ডাক্তার,ফিজিশিয়ান-রা দেখেন সে জ্ঞান হারিয়েছে।

তড়িঘড়ি অ্যাম্বুলেন্সে চড়িয়ে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শুরু থেকেই সে চিকিতসায় সাড়া দিচ্ছিল না, কিছুক্ষণ পরেই হাসপাতালের ডাক্তাররা মৃত বলে ঘোষণা করে। কী কারণে মৃত্যু তা নিয়ে এখনও মুখ খুলছেন না কেউ।

দেখুন খবরটি

ইন্দোনেশিয়া ব্যাডমিন্টন সংস্থা ও ব্যাডমিন্টন এশিয়ার পক্ষ থেকে জানানো হয়, চিনের সিঙ্গলস খেলোয়াড় ঝাং ঝিজি ম্যাচ চলাকালীন কোর্টে পড়ে সংজ্ঞা হারান, পরে সে মারা যায়। ভারতের জোড়া অলিম্পিক পদক জয়ী শাটলার পিভি সিন্ধু মর্মান্তিক এই মৃত্যু নিয়ে বললেন, "শোক জানানোর ভাষা নেই। ওর পরিবারের সদস্যদের সমবেদনা জানাই। বিশ্ব এক স্মরণীয় প্রতিভাকে হারাল।