Messi with World Cup Trophy. (Photo Credits:Twitter)

দেশ ছাড়ার আগে কথা দিয়েছিলেন। সেই কথা রাখলেন লিওনেল মেসি। কাতার থেকে বিশ্বকাপের ট্রফি হাতে আর্জেন্টিনায় ফিরলেন মেসি। দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষা শেষ হল। ৮টা বিশ্বকাপের পর অবশেষে দিয়েগো মারাদোনার দেশে এসে পৌঁছল চ্যাম্পিয়নের ট্রফি। কাতারের দোহা থেকে বিশেষ বিমানে স্থানীয় সময় ভোর ৪টে নাগাদ বিশ্বকাপের চ্যাম্পিয়নের ট্রফি হাতে নামে আর্জেন্টিনা ফুটবল দল। বিমান থেকে ট্রফি হাতে সবার আগে বেরিয়ে আসেন অধিনায়ক তথা টুর্নামেন্টের সেরা ফুটবলার লিওনেল মেসি। তারপর একে একে বিমান থেকে নামেন অ্য়াঞ্জেল দি মারিয়া, এলি মার্টিনেজ, দি পল, দিবালা, আলবারেসরা। মেসিদের জন্য বুয়েনস আইরেস বিমানবন্দরে অপেক্ষা করেছিল লক্ষ লক্ষ মানুষ। বিশ্বজয়ীদের বিমান মাটি ছুঁতেই দেশবাসীর আবেগ মাত্রা ছাড়ালো। স্বপ্নপূরণ, অপেক্ষার অবসানের আনন্দের চিতকারে ফেঁটে পড়ল দেশ।

গোটা দেশ মেসিদের বরণের অপেক্ষায় রাত জেগেছিল। তারপর হুডখোলা বাসে চড়ে বিশ্বকাপ ট্রফি হাতে হোটেলে ফেরারপথে শহর ভ্রমণ। ভামোস, ভামোস..স্লোগানে গোটা শহর কেঁপে উঠল। আরও পড়ুন-

দেখুন ভিডিয়োতে

লুসেইল স্টেডিয়ামে রবিবার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে ৩৬ বছর পর খেতাব জেতে আর্জেন্টিনা। নিজের পঞ্চম বিশ্বকাপে খেলতে নেমে মেসি অবশেষে বিশ্বকাপের ট্রফি জিতলেন। এবার নিয়ে আর্জেন্টিনা মোট তিনবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হল।

দেখুন ভিডিয়ো

এর আগে শেষবার আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেছিল ১৯৮৬ সালে দিয়েগো মাারদোনার নেতৃত্বে। ১৯৭৮ সালে নিজেদের দেশে আয়োজিত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। ২০১৪ ব্রাজিলে আয়োজিত বিশ্বকাপের ফাইনালে উঠলেও জার্মানির কাছে হেরে রানার্স হয়েছিল আর্জেন্টিনা। ১৯৯০ ইতালিতে আয়োজিত বিশ্বকাপেও আর্জেন্টিনা ফাইনালে জার্মানির কাছে হেরে রানার্স হয়েছিল।