WI vs AUS 2nd Test: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে জিততে চতুর্থ ইনিংসের ওয়েস্ট ইন্ডিজের চাই ২৭৭ রান। ম্যাচের চতুর্থ দিনের প্রথম সেশনে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস ইনিংস শেষ হয় ২৫৩ রানে। গতকাল, শনিবার দিনের খেলার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ছিল ৭ উইকেটে ২২১ রান। এদিন অজিদের বাকি তিনটি উইকেট ২২ রানের মধ্য়ে তুলে নেন শামার জোসেফ-রা। দ্বিতীয় ইনিংসে চারটি উইকেট পেলেন শামার জোসেফ। অস্ট্রেলিয়ার পক্ষে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ রান স্মিথ স্মিথ (৭১)-র। ভাল খেললেন ক্যামেরন গ্রিন (৫২), ট্রাভিস হেড (৩৯) ও আলেক্স কারি (৩০)।
দুই দলের বোলাররা দাপট দেখাচ্ছেন
চলতি টেস্টে এখনও পর্যন্ত দুই দলের কেউ সেঞ্চুরি করতে পারেননি। তিন টেস্টের সিরিজে সমতায় ফিরতে হলে এবার ক্যারিবিয়ানদের চাই ২৭৭ রান। সেই রান তাড়া করতে নেমে শূন্য রানে আউট হয়ে ফিরে গিয়েছেন ক্যারিবিয়ান ওপেনার জন ক্য়াম্পবেল। জোশ হ্য়াজেলউডের বলে এলবি হয়ে ফিরে যান ক্যাম্পবেল।
ক্য়ারবিয়ানদের চাই ২৭৭ রান
In less than an hour on day 4, West Indies clean up the tail! They now have a tricky 277 to chase 👀
LIVE 👉 https://t.co/K0mh6jFE4O #WIvAUS pic.twitter.com/QvUcmGVyK8
— ESPNcricinfo (@ESPNcricinfo) July 6, 2025
২০০৩ সালে শেষবার অস্ট্রেলিয়াকে দেশের মাটিতে হারিয়েছিল ক্যারিবিয়ানরা
প্রথম ইনিংসে ২৩ রানে এগিয়ে থাকার সুবাদে প্যাট কামিন্সের দল ক্যারিবিয়নদের সামনে ২৭৭ রানের লক্ষ্যমাত্রা রাখল। প্রথম ইনিংসে যেখানে ক্যারিবিয়ানরা ২৫৩ রান করেছিলেন। দেশের মাটিতে ২২ বছর পর অস্ট্রেলিয়াকে টেস্টে হারানোর সুযোগ এসে গিয়েছে ক্যারিবিয়ানদের কাছে। ২০০৩ সালে অ্যান্টিগায় রামনরেশ সারওয়ান ও শিবনারায়ণ চন্দ্রপালের দুরন্ত সেঞ্চুরিতে ভর করে চতুর্থ ইনিংসে ৪১৮ রান তাড়া করে জিতেছিল ব্রায়ান লারার নেতৃত্বে খেলা ওয়েস্ট ইন্ডিজ। এমন ইতিহাস গড়ার সুযোগ এখন রোস্টন চেজ, ক্রেগ ব্রেথওয়েট-দের সামনে।